[tenolentSC] / results=[3] / label=[ছবি] / type=[headermagazine]

পারস্পরিক স্বার্থের সব ক্ষেত্রে বাংলাদেশকে সহযোগিতার আশ্বাস তুরস্কের

প্রকাশঃ
অ+ অ-
পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছে বাংলাদেশ সফররত তুরস্কের সংসদীয় প্রতিনিধিদল | ছবি: পররাষ্ট্র মন্ত্রণালয়ের সৌজন্যে

তুরস্ক বাংলাদেশকে ভ্রাতৃপ্রতিম দেশ হিসেবে দেখে। তাই পারস্পরিক স্বার্থে দুই দেশের সহযোগিতা ও বন্ধুত্ব আরও বাড়াতে চায় তারা। পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেনের সঙ্গে সৌজন্য সাক্ষাতে তুরস্কের সংসদীয় প্রতিনিধিদল এমন আশ্বাস দিয়েছে।

মঙ্গলবার পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। পাঁচ সদস্যের একটি তুর্কি সংসদীয় প্রতিনিধিদল গতকাল সোমবার তৌহিদ হোসেনের কার্যালয়ে তাঁর সঙ্গে দেখা করে। বাংলাদেশ-তুরস্ক পার্লামেন্টারি ফ্রেন্ডশিপ গ্রুপের চেয়ারম্যান মেহমেত আকিফ ইলমাজ দলের নেতৃত্ব দেন। এ সময় বাংলাদেশে নিযুক্ত তুরস্কের রাষ্ট্রদূত রামিস সেনও উপস্থিত ছিলেন।

পররাষ্ট্র উপদেষ্টা তুর্কি প্রতিনিধিদের উষ্ণ অভ্যর্থনা জানান এবং রোহিঙ্গাদের মানবিক সহায়তায় তুরস্কের ভূমিকার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন।

তুর্কি প্রতিনিধিদল গত শনি ও রবিবার কক্সবাজারের রোহিঙ্গা শিবির পরিদর্শন করে। সাক্ষাতে মেহমেত আকিফ ইলমাজ শিবির পরিদর্শনের অভিজ্ঞতা শেয়ার করেন। তিনি রোহিঙ্গা শিবিরের ব্যবস্থাপনা, সুযোগ-সুবিধা ও মানবিক কার্যক্রমের প্রশংসা করেন।

আলোচনায় পররাষ্ট্র উপদেষ্টা বাংলাদেশ ও তুরস্কের ঐতিহাসিক ও ঘনিষ্ঠ সম্পর্কের কথা উল্লেখ করেন। তিনি দুই দেশের মধ্যে শিক্ষা, বাণিজ্য, বিনিয়োগ ও প্রতিরক্ষা খাতে সহযোগিতা আরও বাড়ানোর ওপর গুরুত্ব দেন। তিনি বলেন, তুরস্কের বিশ্ববিদ্যালয়গুলোতে বাংলাদেশের শিক্ষার্থীদের উচ্চশিক্ষার সুযোগ বাড়ানো দরকার। পাশাপাশি তিনি আশা প্রকাশ করেন, তুরস্ক বাংলাদেশ থেকে আরও দক্ষ ও আধাদক্ষ কর্মী নিয়োগ শুরু করবে।

তৌহিদ হোসেন জানান, সরকার বাংলাদেশে ‘ইউনুস এমরে ইনস্টিটিউট’-এর একটি শাখা প্রতিষ্ঠার অনুমোদন দিয়েছে। তাঁর মতে, এটি দুই দেশের মানুষের বন্ধন আরও ঘনিষ্ঠ করবে।

একটি মন্তব্য করুন

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন