[tenolentSC] / results=[3] / label=[ছবি] / type=[headermagazine]

তটিনীর অপেক্ষা ফুরাল

প্রকাশঃ
অ+ অ-
তানজিম সাইয়ারা তটিনী | ছবি : শিল্পীর সৌজন্যে

ছোট পর্দার পরিচিত মুখ তানজিম সাইয়ারা তটিনী। ওটিটিতেও কাজ করেছেন তিনি। ক্যারিয়ারের শুরুর দিকে ২০২০ সালে ওয়েব সিরিজ তকদীর এবং ২০২২ সালে অ্যান্থলজি সিনেমা এই মুহূর্তে দেখা যায় তাঁকে। এরপর থেকে ওটিটিতে আর কাজ করেননি, নাটক নিয়েই ব্যস্ত ছিলেন। বিরতি শেষে আবার ফিরছেন তিনি ওটিটিতে। আগামী ৬ নভেম্বর চরকিতে মুক্তি পাবে তটিনী অভিনীত ওয়েব ফিল্ম তোমার জন্য মন।

ওয়েব ফিল্মটি নির্মাণ করেছেন শিহাব শাহীন। এতে তটিনীর সঙ্গে অভিনয় করেছেন ইয়াশ রোহান। নাটকে এই জুটি একসঙ্গে কাজ করলেও এবারই প্রথম ওটিটিতে জুটিবদ্ধ হয়েছেন তাঁরা। গল্পে দেখা যাবে—দুই শহরের দুজন মানুষ একই সময়ে কক্সবাজারে যান। সেখানে পরিচয়ের পর ভুল বোঝাবুঝি থেকে শুরু হয় নানা ঘটনা।

ওয়েব ফিল্মটি নিয়ে তটিনী বলেন, ‘এটি রোমান্টিক ঘরানার গল্প। শেষের দিকে দারুণ একটা টুইস্ট আছে। গল্পের মূল বার্তা হলো—মানুষের বাহ্যিক সৌন্দর্য নয়, ভেতরের সৌন্দর্যই আসল।’

ওটিটিতে দীর্ঘ বিরতির কারণ জানতে চাইলে তটিনী বলেন, ভালো গল্প ও পছন্দের চরিত্রের অপেক্ষায় ছিলেন তিনি। তোমার জন্য মন দিয়েই সেই অপেক্ষার অবসান। তটিনী বলেন, ‘ওটিটি দিয়েই আমার ক্যারিয়ার শুরু। নাটকে ব্যস্ত হওয়ার পর ওটিটির অনেক প্রস্তাব পেয়েছি। কিন্তু মনে হয়েছে, ওয়েবে কাজ করলে এমন চরিত্র করতে চাই, যেখানে সত্যিকারের অভিনয়ের সুযোগ থাকবে। তাই অপেক্ষা করছিলাম তেমন কাজের জন্য।’

এ বছর বড় পর্দাতেও দেখা গেছে তাঁকে। গত মে মাসে মুক্তি পাওয়া জয়া আর শারমিন সিনেমায় অতিথি চরিত্রে অভিনয় করেছেন। শোনা যাচ্ছে, শিগগিরই তিনি নায়িকা হিসেবে বড় পর্দায় আসছেন। বিষয়টি জানতে চাইলে তটিনী বলেন, ‘নতুন কোনো সিনেমায় এখনো চুক্তিবদ্ধ হইনি। কয়েকটি সিনেমার প্রস্তাব পেয়েছি, কথাও হয়েছে। কিন্তু কথা বললেই তো কাজ করা হয়ে যায় না। আগে নিজেকে বিশ্বাস করতে হয়, বুঝতে হয়—এই চরিত্রটি কেন করব? আমার মনে হচ্ছে, এখনো একটু অপেক্ষা করা দরকার।’

সিনেমা নিয়ে নিজের পরিকল্পনা প্রসঙ্গে তটিনী বলেন, ‘এমন সিনেমায় কাজ করতে চাই, যেখানে নিজের তৃপ্তি থাকবে। সিনেমা বড় ব্যাপার, সময় নিয়ে প্রস্তুতি নিতে হয়। তাই মনে করি, সিনেমা তখনই করা উচিত, যখন চরিত্রটি মনে রাখার মতো হবে। শুধু করার জন্য সিনেমা করতে চাই না। নাটকের মতো সিনেমাতেও যেন নিজের আলাদা জায়গা তৈরি করতে পারি, সেটাই লক্ষ্য।’

একটি মন্তব্য করুন

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন