শেখ হাসিনা ও আসাদুজ্জামানের মৃত্যুদণ্ড, চৌধুরী আবদুল্লাহর ৫ বছরের কারাদণ্ড
শেখ হাসিনা ও আসাদুজ্জামানের মৃত্যুদণ্ড, চৌধুরী আবদুল্লাহর ৫ বছরের কারাদণ্ড
![]() |
| শেখ হাসিনা। ফাইল ছবি |
জুলাই গণ-অভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধে শেখ হাসিনার বিরুদ্ধে করা মামলার রায় দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। দুটি অভিযোগে তাঁকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে।
আজ সোমবার দুপুর সাড়ে ১২টার দিকে কার্যক্রম শুরু হয়। ৪৫৩ পৃষ্ঠার এই রায়ে ছয়টি অংশ রয়েছে।
রায়ে ট্রাইব্যুনাল বলেছেন, শেখ হাসিনাসহ তিন আসামির অপরাধ প্রমাণিত। দুটি অভিযোগে শেখ হাসিনাকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে। একটি অভিযোগে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে। অ্যাপ্রুভার (রাজসাক্ষী) হওয়ায় পুলিশের সাবেক মহাপরিদর্শক চৌধুরী আবদুল্লাহ আল মামুনকে পাঁচ বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে।
সর্বোচ্চ শাস্তির পক্ষে–বিপক্ষে যুক্তিতর্কের বিবরণ
রায়ের শেষ অংশ পড়া শুরু করেছেন ট্রাইব্যুনালের প্রধান বিচারপতি গোলাম মর্তূজা মজুমদার। শেখ হাসিনাসহ তিন আসামির সর্বোচ্চ শাস্তির পক্ষে–বিপক্ষের যুক্তিতর্কের বিবরণ চলছে।
সম্প্রতি বিভিন্ন সাক্ষাৎকারে অভিযুক্ত শেখ হাসিনার বিভিন্ন বক্তব্যের বিবরণ দেওয়া হচ্ছে।
কোটা সংস্কার আন্দোলনের প্রেক্ষাপট, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ওপর হামলা এবং পরবর্তীতে আন্দোলনকারীদের ওপর গুলি করে হত্যার বিস্তারিত বর্ণনা দিয়েছেন ট্রাইব্যুনাল।
অডিও–ভিডিওসহ তথ্যউপাত্তের বিবরণ
এর আগে ট্রাইব্যুনালে বিভিন্ন তথ্যপ্রমাণের বিবরণ দেওয়া হচ্ছে। বিচারকাজ চলার সময় অডিও, ভিডিওসহ যেসব তথ্যউপাত্ত ট্রাইব্যুনালে উপস্থাপন করা হয়েছে, সেগুলোর বর্ণনা দেওয়া হয়। ঘটনার শিকার ও সাক্ষীরা কী বলেছে তার বর্ণনা দেওয়া হয়।
এর আগে ট্রাইব্যুনালে জুলাই গণ–অভ্যুত্থান চলাকালে বিভিন্ন ভিডিওতে পাওয়া শেখ হাসিনার মানবতাবিরোধী অপরাধের তথ্য–প্রমাণের বিবরণ দেওয়া হয়।
ঢাকার যাত্রাবাড়ী, রামপুরা, বাড্ডা, সাভার, আশুলিয়া, রংপুরসহ বিভিন্ন স্থানে যেভাবে প্রাণঘাতী গুলি ব্যবহার করে আন্দোলনকারীদের হত্যা করা হয়েছে, সেগুলোর ভিডিও ও তথ্যপ্রমাণের বিবরণ দেওয়া হচ্ছে।
শেখ হাসিনার ফোনালাপ শোনানো হয়
এর আগে আন্দোলনের সময় মানবাধিকার লঙ্ঘন নিয়ে বিভিন্ন আন্তর্জাতিক সংস্থার প্রকাশিত রিপোর্টের বিভিন্ন অংশ পড়ে শোনানো হয়। বেলা সোয়া একটার দিকে গণ–অভ্যুত্থান চলাকালে বিভিন্ন জনের সঙ্গে শেখ হাসিনার টেলিফোনে কথোপকথনগুলো শোনানো হয়। কিছুক্ষণ আগে শেখ হাসিনার সঙ্গে সে সময়ের তথ্যমন্ত্রী হাসানুল হক ইনুর ফোনালাপ শোনানো হয়।
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১–এর এজলাস থেকে রায় ঘোষণার কার্যক্রম সরাসরি সম্প্রচার করছে বাংলাদেশ টেলিভিশন।
গণ-অভ্যুত্থানের সময় হত্যাকাণ্ডসহ মানবতাবিরোধী অপরাধের ঘটনায় করা এটিই প্রথম মামলা, যার রায় হতে যাচ্ছে আজ।
তিন আসামির কে কোথায়
গণ-অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার পাশাপাশি এই মামলার অন্য দুই আসামি হলেন সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান ও পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আবদুল্লাহ আল-মামুন। তিন আসামির মধ্যে শেখ হাসিনা ও আসাদুজ্জামান পলাতক। দুজনই এখন ভারতে অবস্থান করছেন।
শেখ হাসিনাসহ তিন আসামির বিরুদ্ধে পাঁচ অভিযোগ
শেখ হাসিনাসহ এ মামলার তিন আসামির বিরুদ্ধে মোট পাঁচটি অভিযোগ আনা হয়েছে। সেগুলো হলো উসকানিমূলক বক্তব্য প্রদান; প্রাণঘাতী অস্ত্র ব্যবহার করে আন্দোলনকারীদের নির্মূল করার নির্দেশ; রংপুরে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ছাত্র আবু সাঈদকে গুলি করে হত্যা; রাজধানীর চানখাঁরপুল এলাকায় আন্দোলনরত ছয়জনকে গুলি করে হত্যা এবং আশুলিয়ায় ছয়জনকে পুড়িয়ে হত্যা করা।
ধানমন্ডি ৩২-এ লাঠিচার্জ করে বিক্ষোভকারীদের সরিয়ে দিল পুলিশ
![]() |
| বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করে দেওয়া হচ্ছে। ছবি: পদ্মা ট্রিবিউন |
দুটি এক্সকাভেটর নিয়ে রাজধানীর ধানমন্ডি ৩২ নম্বর সড়কের শেখ মুজিবুর রহমানের বাড়ি ভাঙতে যাওয়া বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করে দিয়েছে সেনাবাহিনী ও পুলিশ।
এ ঘটনাকে কেন্দ্র করে নিউমার্কেট থেকে মিরপুরমুখী সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়।
আজ সোমবার দুপুরের দিকে ধানমন্ডি ৩২ নম্বরের সামনের মিরপুর সড়কে দুটি এক্সকাভেটর দেখা যায়।
টিএসসিতে শেখ হাসিনার ফাঁসির দাবিতে স্লোগান
![]() |
| গণঅধিকার পরিষদের ঢাকা মহানগর দক্ষিণ শাখার নেতা-কর্মীগণঅধিকার পরিষদের ঢাকা মহানগর দক্ষিণ শাখার নেতা-কর্মীদের অবস্থান কর্মসূচি। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বাইরে হাইকোর্ট মাজার সংলগ্ন ফটকের সামনে। সোমবার দুপুরে। ছবি: পদ্মা ট্রিবিউন |
![]() |
| আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বাইরে হাইকোর্ট মাজার সংলগ্ন ফটকের সামনে ‘মঞ্চ ২৪’–এর নেতা–কর্মীরা অবস্থান নিয়েছেন। সোমবার দুপুরে। ছবি: পদ্মা ট্রিবিউন |
সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে করা মামলার রায় পড়াকে কেন্দ্র করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বাইরে অবস্থান নিয়েছেন বিভিন্ন রাজনৈতিক–সামাজিক সংগঠনের নেতা–কর্মীরা।
আজ সোমবার বেলা দেড়টার দিকে ট্রাইব্যুনালের বাইরে হাইকোর্ট মাজার সংলগ্ন ফটকের সামনে তাঁদের দেখা যায়। সেখানে ‘মঞ্চ ২৪’ ও ‘জনজোট বিপ্লবী মঞ্চ’ নামের দুটি সংগঠন এবং গণঅধিকার পরিষদের ঢাকা মহানগর দক্ষিণ শাখার নেতা-কর্মীরা ছিলেন।
‘মঞ্চ ২৪’-এর ব্যানারে লেখা রয়েছে ‘খুনি শেখ হাসিনার রায়-পরবর্তী ছাত্র জনতার প্রতিক্রিয়া সম্মেলন’। এর নেতৃত্বে রয়েছেন বীর প্রতীক ও লেফটেন্যান্ট কর্নেল (অব.) হাসিনুর রহমান। পাশেই একটি রিকশায় থাকা মাইকে ট্রাইব্যুনালের রায় পড়ার অডিও সরাসরি শোনানো হচ্ছে।
গণঅধিকার পরিষদের ঢাকা মহানগর দক্ষিণের নেতা-কর্মীরা ‘লীগ ধর, জেলে ভর’, ‘দড়ি লাগলে দড়ি নে, হাসিনারে ফাঁসি দে’, ‘ফাঁসি ফাঁসি ফাঁসি চাই, খুনি হাসিনার ফাঁসি চাই’—নানা স্লোগান দেন।
‘শেখ হাসিনার সর্বোচ্চ শাস্তির দাবিতে ‘গণ-পদযাত্রা’ লেখা ব্যানার নিয়ে অবস্থান নেওয়া ‘জনজোট বিপ্লবী মঞ্চের’ নেতৃত্বে আছেন সংগঠনটির নেতা মোজাম্মেল মিয়াজী।
ট্রাইব্যুনালের বাইরে শেখ হাসিনার ফাঁসির দাবিতে বিভিন্ন সংগঠনের নেতা–কর্মীদের অবস্থান
জুলাই গণ-অভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধে শেখ হাসিনার বিরুদ্ধে করা মামলার রায় পড়া বড় পর্দায় সরাসরি দেখানোর আয়োজন করেছে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্রসংসদ (ডাকসু)। ছাত্র-শিক্ষক কেন্দ্রের (টিএসসি) পায়রা চত্বরে বড় এলইডি স্ক্রিন বসিয়ে তা দেখানো হচ্ছে।
সেখানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীসহ অনেকেই জড়ো হয়েছেন। সেখানে ‘ফাঁসি ফাঁসি ফাঁসি চাই, খুনি হাসিনার ফাঁসি চাই’, ‘বিচার বিচার বিচার চাই, খুনি হাসিনার বিচার চাই’, ‘রশি লাগলে রশি নে, খুনি হাসিনাকে ফাঁসি দে’, ‘লীগ ধর, জেলে ভর’সহ নানা স্লোগান দেন তারা।
এ সময় ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আরিফ হাসান বলেন, ‘আজকে আমাদের কাছে আনন্দের দিন। হাসিনা দীর্ঘ ১৬ বছর নানাভাবে আমাদের ওপর অত্যাচার করেছে। সর্বশেষ জুলাই অভ্যুত্থানে আমার ভাই-বোনদের ওপর নির্বিচারে গুলি চালিয়েছে। সেই খুনি হাসিনার আজকে রায় হয়। আমরা তার ফাঁসির রায় চাই।’
ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী উবায়দুর রহমান হাসিব বলেন, ‘জুলাইয়ে আমাদের ভাইকে যারা খুন করেছে, সেই খুনের মাস্টারমাইন্ড খুনি হাসিনা। হাসিনার সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড ঘোষণা করা হবে—সেই প্রত্যাশা নিয়ে আছি। এরই সঙ্গে আমাদের এই জেনারেশনেই খুনি হাসিনার ফাঁসি কার্যকর করতে হবে।’
ধানমন্ডি ৩২-এ লাঠিচার্জ করে বিক্ষোভকারীদের সরিয়ে দিল পুলিশ
![]() |
| ধানমন্ডি ৩২ নম্বরের সামনে থেকে বিক্ষোভকারীদের সরিয়ে দিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী । ছবি: পদ্মা ট্রিবিউন |
রাজধানীর ধানমন্ডির ৩২ নম্বরে এক্সকাভেটর নিয়ে প্রবেশের চেষ্টাকালে পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা বিক্ষোভকারীদের লাঠিচার্জ করে সরিয়ে দিয়েছে। এ সময় পুলিশ ও সেনাবাহিনীকে লক্ষ্য করে ইট পাটকেল নিক্ষেপ করে বিক্ষোভকারীরা।
পরে ৩২ নম্বরের মিরপুর সড়কের একপাশ বন্ধ করে দিয়ে, নিউ মডেল কলেজের এক পাশ দিয়ে গাড়ি চলাচল করার জন্য ডাইভারশন করে দিয়েছে পুলিশ।
রায় পড়া সরাসরি দেখতে টিএসসিতে বড় পর্দা
![]() |
| শেখ হাসিনার মামলার রায় বড় পর্দায় সরাসরি দেখতে মানুষের ভিড়। টিএসসি, ঢাকা বিশ্ববিদ্যালয়, ১৭ নভেম্বর ২০২৫। ছবি: পদ্মা ট্রিবিউন |
জুলাই গণ-অভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধে শেখ হাসিনার বিরুদ্ধে করা মামলার রায় ঘোষণা সরাসরি দেখতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র–শিক্ষক কেন্দ্রে (টিএসসি) বড় পর্দা বসানো হয়েছে। সেখানে জড়ো হয়েছেন অনেকেই।
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১–এর এজলাস থেকে রায় ঘোষণার কার্যক্রম সরাসরি সম্প্রচার করা শুরু হয়েছে। গণ-অভ্যুত্থানের সময় হত্যাকাণ্ডসহ মানবতাবিরোধী অপরাধের ঘটনায় করা এটিই প্রথম মামলা, যার রায় হতে যাচ্ছে আজ।
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের কার্যক্রম চলছে
![]() |
| আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের কার্যক্রম চলছে। আজ সোমবার দুপুরে। ছবি: ট্রাইব্যুনালের প্রসিকিউটর কার্যালয়ের ফেসবুক পেজ থেকে |
জুলাই গণ-অভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধে শেখ হাসিনার বিরুদ্ধে করা মামলার রায় দিতে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের কার্যক্রম চলছে।
আজ সোমবার দুপুর সাড়ে ১২টার দিকে কার্যক্রম শুরু হয়।
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১–এর এজলাস থেকে রায় ঘোষণার কার্যক্রম সরাসরি সম্প্রচার করছে বাংলাদেশ টেলিভিশন।
গণ-অভ্যুত্থানের সময় হত্যাকাণ্ডসহ মানবতাবিরোধী অপরাধের ঘটনায় করা এটিই প্রথম মামলা, যার রায় হতে যাচ্ছে আজ।
গণ-অভ্যুত্থানে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পাশাপাশি এই মামলার অন্য দুই আসামি হলেন সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান ও পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আবদুল্লাহ আল-মামুন। তিন আসামির মধ্যে শেখ হাসিনা ও আসাদুজ্জামান পলাতক। দুজনই এখন ভারতে অবস্থান করছেন।
শেখ হাসিনাসহ এ মামলার তিন আসামির বিরুদ্ধে মোট পাঁচটি অভিযোগ আনা হয়েছে। সেগুলো হলো উসকানিমূলক বক্তব্য প্রদান; প্রাণঘাতী অস্ত্র ব্যবহার করে আন্দোলনকারীদের নির্মূল করার নির্দেশ; রংপুরে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ছাত্র আবু সাঈদকে গুলি করে হত্যা; রাজধানীর চানখাঁরপুল এলাকায় আন্দোলনরত ছয়জনকে গুলি করে হত্যা এবং আশুলিয়ায় ছয়জনকে পুড়িয়ে হত্যা করা।
টিএসসিতে শেখ হাসিনার ফাঁসির দাবিতে শিক্ষার্থীদের অবস্থান
![]() |
| ধানমন্ডি ৩২ নম্বরের সামনের রাস্তায় এস্কেভেটর দেখা গেছে। আজ সোমবার দুপুরে। ছবি: পদ্মা ট্রিবিউন |
ধানমন্ডি ৩২ নম্বরের সামনের রাস্তায় দুটি এস্কেভেটর দেখা গেছে। সেখানে একদল লোক জড়ো হয়ে বিক্ষোভ করছেন। পুলিশের অবস্থান রয়েছে।
টিএসসিতে শেখ হাসিনার ফাঁসির দাবিতে শিক্ষার্থীদের অবস্থান
![]() |
| টিএসসি এলাকায় শিক্ষার্থীদের অবস্থান। আজ সোমবার দুপুরে। ছবি: পদ্মা ট্রিবিউন |
ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি এলাকায় অবস্থান নিয়েছে একদল শিক্ষার্থী। তাঁরা জুলাই গণ–অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার ফাঁসির দাবিতে স্লোগান দিচ্ছেন। আজ সোমবার দুপুর ১২টার দিকে সেখানে তাঁদের দেখা গেছে।
ঢাকায় নিরাপত্তা জোরদার, ১৫ হাজার পুলিশ মোতায়েন
![]() |
| ঢাকার বিভিন্ন সড়কে তল্লাশিচৌকি বসিয়ে তল্লাশি করছেন পুলিশ সদস্যরা। ছবি: পদ্মা ট্রিবিউন |
জুলাই গণ-অভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের ঘটনায় শেখ হাসিনার বিরুদ্ধে করা মামলার রায় আজ সোমবার ঘোষণা করা হচ্ছে। এই রায়কে কেন্দ্র করে ঢাকায় যাতে কোনো অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি না হয়, সে জন্য নিরাপত্তা জোরদার করেছে পুলিশ।
ঢাকাবাসীর নিরাপত্তায় রাজধানীতে প্রায় ১৫ হাজার পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছে বলে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) সূত্রে জানা গেছে।
ট্রাইব্যুনাল চত্বরে শহীদ মুগ্ধর ভাই, ডাকসুর ভিপি, জুলাই আহতরা
![]() |
| শেখ হাসিনার রায়কে কেন্দ্র করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে এসেছেন জুলাই গণ-অভ্যুত্থানে শহীদ মীর মাহফুজুর রহমান মুগ্ধর ভাই মীর মাহবুবুর রহমান স্নিগ্ধ। আজ সোমবার সকালে। ছবি: পদ্মা ট্রিবিউন |
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল প্রাঙ্গণে আজ সোমবার সকালে এসেছেন জুলাই গণ-অভ্যুত্থানে শহীদ মীর মাহফুজুর রহমান মুগ্ধর ভাই মীর মাহবুবুর রহমান স্নিগ্ধ, ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) ভিপি সাদিক কায়েম, ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদী, জুলাই গণ-অভ্যুত্থানে আহত ব্যক্তিরাসহ অনেকে।
শেখ হাসিনার বিরুদ্ধে করা মামলার রায় ঘোষণা করা হচ্ছে আজ
| শেখ হাসিনা |
জুলাই গণ-অভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধে শেখ হাসিনার বিরুদ্ধে করা মামলার রায় ঘোষণা করা হচ্ছে আজ।
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১–এর এজলাস থেকে রায় ঘোষণার কার্যক্রম সরাসরি সম্প্রচার করার কথা রয়েছে। গণ-অভ্যুত্থানের সময় হত্যাকাণ্ডসহ মানবতাবিরোধী অপরাধের ঘটনায় করা এটিই প্রথম মামলা, যার রায় হতে যাচ্ছে আজ সোমবার।
রায়কে ঘিরে ট্রাইব্যুনালে নেওয়া হয়েছে ব্যাপক প্রস্তুতি। সবাই রয়েছেন রায়ের অপেক্ষায়।
ট্রাইব্যুনালে সেনাবাহিনী, পুলিশ, র্যাব মোতায়েন
![]() |
| শেখ হাসিনাসহ তিনজনের রায় ঘোষণাকে ঘিরে রাজধানীজুড়ে নেওয়া হয়েছে কঠোর নিরাপত্তা ব্যবস্থা।রোববার থেকেই রাজধানীর গুরুত্বপূর্ণ পয়েন্ট, সরকারি স্থাপনা, কোর্ট প্রাঙ্গণ, কূটনৈতিক এলাকা, বিশ্ববিদ্যালয় ও গণজমায়েতপ্রবণ স্থানগুলোতে ব্যাপক পুলিশের পাশাপাশি মোতায়েন করা হয়েছে র্যাব, সেনাবাহিনী ও বর্ডার গার্ড বাংলাদেশ। ছবি: পদ্মা ট্রিবিউন |
জুলাই গণ-অভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের ঘটনায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তিন আসামির বিরুদ্ধে করা মামলার রায়কে কেন্দ্র করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল প্রাঙ্গণে নিরাপত্তা জোরদার করা হয়েছে।
আজ সোমবার সকালে দেখা যায়, ট্রাইব্যুনাল ও এর আশপাশে সেনাবাহিনী, পুলিশ, র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব), বিশেষায়িত ইউনিট আর্মড পুলিশ ব্যাটালিয়নসহ (এপিবিএন) আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের ব্যাপক উপস্থিতি রয়েছে। এর মধ্যে সেনাবাহিনী সাঁজোয়া যান নিয়ে উপস্থিত রয়েছে।












একটি মন্তব্য পোস্ট করুন