রূপপুর পারমাণবিক প্রকল্পে কাঠের স্তূপে আগুন, নেভাল ৮ ইউনিট
প্রকাশঃ
![]() |
| রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে আগুন নিয়ন্ত্রণে আনতে ফায়ার সার্ভিসের কর্মীরা কাজ করছে | ছবি: সংগৃহীত |
পাবনার ঈশ্বরদীতে নির্মাণাধীন রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের পাশের পরিত্যক্ত কাঠের ময়লার স্তূপে আগুন লেগেছে। ফায়ার সার্ভিসের আটটি ইউনিট প্রায় ৪৫ মিনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। তবে এতে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র প্রকল্পে কোনো ক্ষতি বা হতাহতের ঘটনা ঘটেনি।
বৃহস্পতিবার বেলা সাড়ে ১২টার দিকে আগুন লাগে।
প্রত্যক্ষদর্শীরা বলেন, পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের এক পাশে কাঠের ময়লার স্তূপ রাখা ছিল। দুপুরে হঠাৎ সেখানে থাকা শ্রমিকরা আগুন দেখতে পেয়ে ফায়ার সার্ভিসে খবর দেয়। খবর পাওয়ার পর ৩০০ গজ দূরে থাকা ফায়ার স্টেশন থেকে ইউনিটগুলো দ্রুত ঘটনাস্থলে পৌঁছে। পরে রূপপুর মডার্ন, গ্রীন সিটি, রূপপুর অস্থায়ী ও ঈশ্বরদী ফায়ার স্টেশনের আটটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করে। আগুন দুপুর ১টা ১৫ মিনিটে নিয়ন্ত্রণে আসে।
রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র মডার্ন ফায়ার স্টেশনের অগ্নিনির্বাপক রাকিবুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, 'আগুন নিয়ন্ত্রণে এসেছে।
বৃহস্পতিবার বেলা সাড়ে ১২টার দিকে আগুন লাগে।
প্রত্যক্ষদর্শীরা বলেন, পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের এক পাশে কাঠের ময়লার স্তূপ রাখা ছিল। দুপুরে হঠাৎ সেখানে থাকা শ্রমিকরা আগুন দেখতে পেয়ে ফায়ার সার্ভিসে খবর দেয়। খবর পাওয়ার পর ৩০০ গজ দূরে থাকা ফায়ার স্টেশন থেকে ইউনিটগুলো দ্রুত ঘটনাস্থলে পৌঁছে। পরে রূপপুর মডার্ন, গ্রীন সিটি, রূপপুর অস্থায়ী ও ঈশ্বরদী ফায়ার স্টেশনের আটটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করে। আগুন দুপুর ১টা ১৫ মিনিটে নিয়ন্ত্রণে আসে।
রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র মডার্ন ফায়ার স্টেশনের অগ্নিনির্বাপক রাকিবুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, 'আগুন নিয়ন্ত্রণে এসেছে।
স্টেশনের কর্মকর্তা আসাদুজ্জামান বলেন, 'এ ঘটনায় বড় কোনো ক্ষয়ক্ষতি হয়নি। তবে কীভাবে আগুনের সূত্রপাত ঘটেছে, তা তদন্ত করে দেখা হচ্ছে।'
প্রকল্প পরিচালক মো. কবীর হোসেন বলেন, 'আগুন দ্রুত নিয়ন্ত্রণে এসেছে। এ ঘটনায় প্রকল্পের কোনো ক্ষতি হয়নি এবং কেউ হতাহতের শিকার হয়নি।'
প্রকল্প পরিচালক মো. কবীর হোসেন বলেন, 'আগুন দ্রুত নিয়ন্ত্রণে এসেছে। এ ঘটনায় প্রকল্পের কোনো ক্ষতি হয়নি এবং কেউ হতাহতের শিকার হয়নি।'

একটি মন্তব্য পোস্ট করুন