[tenolentSC] / results=[3] / label=[ছবি] / type=[headermagazine]

নরসিংদীতে মাইকে ঘোষণা দিয়ে দুইপক্ষের টেঁটাযুদ্ধ, আহত ১৫

প্রকাশঃ
অ+ অ-
মাইকে ঘোষণা দিয়ে আবারও টেঁটা ও দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়ায় দুই পক্ষের লোকজন | ছবি: পদ্মা ট্রিবিউন

নরসিংদীর চরাঞ্চল চরদিঘলদীতে খেয়াঘাটের বাড়তি ভাড়া আদাকে কেন্দ্র করে মাইকে ঘোষণা দিয়ে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে টেঁটাবিদ্ধসহ অন্তত ১৫ জন আহত হয়েছেন। আজ শনিবার সদরের মাধবদীর জিতরামপুর এলাকায় দুই দফায় এই সংঘর্ষ হয়।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, জিতরামপুরে আধিপত্য বিস্তার ও খেয়াঘাটে অতিরিক্ত ভাড়া নেওয়া নিয়ে স্থানীয় শহিদ মিয়া ও চান মিয়া গ্রুপের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলছে। এ নিয়ে গত সোমবার ও মঙ্গলবার দুই পক্ষের সংঘর্ষে ১০ জন আহত হয়েছিলেন। পরে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়।

আজ সকালে পুলিশ না থাকার সুযোগে দুই পক্ষ আবারও মাইকে ঘোষণা দিয়ে টেঁটা ও দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে উভয় পক্ষের অন্তত ১৫ জন আহত হন। আহতদের মধ্যে কয়েকজন নরসিংদী সদর হাসপাতালে চিকিৎসা নিয়েছেন, আর অনেকে গ্রেপ্তারের ভয়ে বিভিন্ন বেসরকারি হাসপাতালে প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।

নরসিংদী সদর হাসপাতালে চিকিৎসা নেওয়া আহতদের মধ্যে আছেন ফখরুল (৪৫), খায়রুল (৪০), আরাফাত (২৫), জাকির (৫০), রুবেল (৩২), ছোট জাকির (৩৫), মো. দুলাল (৫০) ও খালেক মিয়া (৬০)।

এ ঘটনায় দুই পক্ষের নেতা শহিদ মিয়া ও চান মিয়ার সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তাঁদের ফোন বন্ধ পাওয়া গেছে।

মাধবদী থানার ওসি মো. নজরুল ইসলাম বলেন, ভোরের দিকে উত্তেজিত হয়ে দুই পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গেলে পরিস্থিতি শান্ত হয়। বেশ কয়েকজন আহত হয়েছেন, তবে এখনো তাঁদের নাম–পরিচয় জানা যায়নি।

একটি মন্তব্য করুন

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন