গাজীপুরে ছাত্রলীগ–স্বেচ্ছাসেবক লীগের তিন নেতা আটক
![]() |
| গাজীপুরে পেট্রলবোমা তৈরির সরঞ্জামসহ আটক ছাত্রলীগ ও স্বেচ্ছাসেবক লীগের তিন নেতা। বুধবার রাত সাড়ে ৯টার দিকে জয়দেবপুর থানায় | ছবি: পদ্মা ট্রিবিউন |
গাজীপুর সদর উপজেলার বানিয়ারচালা এলাকায় পেট্রলবোমা তৈরির সময় স্বেচ্ছাসেবক লীগ ও নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের তিন নেতাকে আটক করা হয়েছে বলে স্থানীয়রা জানিয়েছেন। বুধবার রাতে তাদের আটকের পর পুলিশে সোপর্দ করা হয়। এ সময় তাদের কাছ থেকে পেট্রলবোমা তৈরির সরঞ্জামও পাওয়া গেছে।
আটক তিনজন হলেন ভাওয়ালগড় ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি মো. নোমান আহম্মেদ (২৪), দপ্তর সম্পাদক আকাশ মাহমুদ (২৫) এবং ভাওয়ালগড় ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম আহ্বায়ক রাসেল আহম্মেদ (৩২)। তাঁদের সবাই বাড়ি বানিয়ারচালা গ্রামে।
এলাকাবাসী ও পুলিশ জানিয়েছেন, বানিয়ারচালায় পেট্রলবোমা তৈরি করা হচ্ছিল, এমন খবর পেয়ে স্থানীয়রা তাদের ঘেরাও করেন। পরে পুলিশ রাত সাড়ে ৯টার দিকে ওই এলাকার স্থানীয় বাসিন্দা আজিমের মাছের খামারের পাশে থেকে তিনজনকে আটক করে। এ সময় তাদের কাছ থেকে ৩০০ মিলিগ্রাম পেট্রল এবং প্লাস্টিকের সাদা চিকন পাইপসহ পেট্রলবোমা তৈরির সরঞ্জাম উদ্ধার করা হয়।
গাজীপুরের পুলিশ সুপার চৌধুরী মো. যাবের সাদেক ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ছাত্রলীগ ও স্বেচ্ছাসেবক লীগের তিন নেতা যানবাহনে পেট্রলবোমা নিক্ষেপের উদ্দেশ্যে পেট্রলবোমা তৈরি করছিলেন। খবর পেয়ে থানা-পুলিশ তাদের আটক করে।
আটক তিনজনের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন জয়দেবপুর থানার ওসি তৌহিদ আহমেদ।

Comments
Comments