[tenolentSC] / results=[3] / label=[ছবি] / type=[headermagazine]

চট্টগ্রামে বিএনপির প্রার্থী নির্বাচনী জনসংযোগে গুলিবিদ্ধ

প্রকাশঃ
অ+ অ-
গুলিবিদ্ধ চট্টগ্রাম নগর বিএনপির আহ্বায়ক এরশাদ উল্লাহ | ছবি: সংগৃহীত

চট্টগ্রামে নির্বাচনী জনসংযোগের সময় নগর বিএনপির আহ্বায়ক এরশাদ উল্লাহ গুলিবিদ্ধ হয়েছেন। আজ বুধবার বিকেলে নগরের চান্দগাঁও চালিতাতলী খন্দকারপাড়া এলাকায় এই ঘটনা ঘটে। এতে আরও দুজন আহত হন। এরশাদ উল্লাহ চট্টগ্রাম-৮ (চান্দগাঁও-বোয়ালখালী) আসনের বিএনপির মনোনীত প্রার্থী।

এরশাদ উল্লাহর ছেলে ইমাদ এরশাদ বলেন, ‘আমার বাবাকে গুলি করা হয়েছে শুনেছি। তাঁকে হাসপাতালে নেওয়া হয়েছে। আমি সেখানে যাচ্ছি।’

স্থানীয় বিএনপি নেতারা জানান, মনোনয়ন পাওয়ার পর হামজারবাগ এলাকায় জনসংযোগ করছিলেন এরশাদ উল্লাহ। এই সময় কে বা কারা তাঁকে গুলি করেছে তা জানা যায়নি। পরে গুলিবিদ্ধ অবস্থায় তাঁকে উদ্ধার করে চট্টগ্রাম এভারকেয়ার হাসপাতালে নেওয়া হয়।

চট্টগ্রাম মহানগর পুলিশ কমিশনার হাসিব আজিজ বলেন, নির্বাচনী প্রচারণার সময় নগর বিএনপির আহ্বায়কসহ তিনজন গুলিবিদ্ধ হয়েছেন। ঘটনায় জড়িতদের গ্রেপ্তারের জন্য পুলিশ কাজ করছে।

৩ নভেম্বর বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর আসন্ন সংসদ নির্বাচনের জন্য প্রার্থীর নাম ঘোষণা করেন। সেখানে চট্টগ্রাম-৮ আসনে এরশাদ উল্লাহর নাম ঘোষণা করা হয়।

Fetching live reactions...
Was this article helpful?

Comments

Comments

Loading comments…
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন