বরিশাল-৩ আসনে বিএনপি মনোনীত প্রার্থী নেই, এখনো আশাবাদী সেলিমা রহমান
![]() |
| বরিশালের বাবুগঞ্জে বিএনপির উঠান বৈঠকে প্রধান অতিথির বক্তব্য দেন সেলিমা রহমান। গতকাল বিকেলে উপজেলার কেদারপুর ইউনিয়নের দক্ষিণ ভুতেরদিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে | ছবি: পদ্মা ট্রিবিউন |
বরিশালের ছয়টি আসনের মধ্যে পাঁচটিতে বিএনপি মনোনীত প্রার্থীর নাম ঘোষণা করা হয়েছে। তবে বরিশাল-৩ (বাবুগঞ্জ-মুলাদী) আসনে এখনো নাম ঘোষণা হয়নি।
এই আসনে দলীয় মনোনয়ন পেতে এলাকায় সক্রিয় রয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য বেগম সেলিমা রহমান। মনোনয়নপ্রত্যাশীদের মধ্যে রয়েছেন দলের কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান ও জ্যেষ্ঠ আইনজীবী জয়নুল আবেদীন।
২০০৮ সালের নবম জাতীয় সংসদ নির্বাচনে সেলিমা রহমান এই আসনে বিএনপির প্রার্থী ছিলেন। জয়নুল আবেদীন তখন স্বতন্ত্র প্রার্থী হিসেবে অংশগ্রহণ করেছিলেন। গত সোমবার বিএনপি দেশের ২৩৭টি আসনের সম্ভাব্য প্রার্থীর নাম ঘোষণা করলেও বরিশাল-৩ আসনের নাম ঘোষণা করা হয়নি।
দলীয় প্রার্থীর নাম ঘোষণার আগে থেকেই সেলিমা রহমান ও জয়নুল আবেদীন স্থানীয় ও ব্যক্তিগত অনুষ্ঠানগুলোতে অংশ নিয়ে ভোটের জন্য প্রচার শুরু করেছেন। এখনো সেলিমা রহমান হাল ছাড়েননি। তিনি এলাকায় ব্যক্তিগতভাবে বিভিন্ন দলীয় কর্মসূচিতে সক্রিয় রয়েছেন। গতকাল বুধবার বিকেলে তিনি বাবুগঞ্জে একটি নারী সমাবেশে যোগ দেন। এই অনুষ্ঠানের আয়োজন করা হয় নারীদের মধ্যে বিএনপির ‘রাষ্ট্র মেরামতের ৩১ দফা’ কর্মসূচি সম্পর্কে সচেতনতা সৃষ্টির জন্য।
গতকাল বিকেল ৫টায় কেদারপুর ইউনিয়নের দক্ষিণ ভুতেরদিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে উঠান বৈঠকের আয়োজন করা হয়। অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন সেলিমা রহমান। এ সময় তিনি বলেন, ‘নারীর অংশগ্রহণেই গণতন্ত্র পুনরুদ্ধার সম্ভব। একটি জবাবদিহিমূলক সরকার প্রতিষ্ঠা করতে হলে সবাইকে সংগঠিত হতে হবে।’ তবে দলীয় মনোনয়ন বা চলমান রাজনীতি নিয়ে তিনি কোনো বক্তব্য দেননি।
সমাবেশের পর বরিশাল-৩ আসনে দলীয় প্রার্থী ঘোষণা সম্পর্কে জানতে চাইলে সেলিমা রহমান বলেন, ‘এ বিষয়ে আসলে আমার বলার তেমন কিছু নেই। দল যাকে চূড়ান্ত করবে, আমরা তাঁকেই মেনে নেব। হয়তো তাঁরা এখন চিন্তাভাবনা করছেন। আমরা দুজনই সিনিয়র, তাই একটু সময় নিচ্ছে।’
মনোনয়ন পাওয়ার বিষয়ে আশাবাদী কি না জানতে চাইলে তিনি বলেন, ‘আমরা রাজনীতি করি। তাই সব সময়ই আমরা আশাবাদী। আশাবাদী না হলে রাজনীতির মাধ্যমে দেশ ও মানুষের কল্যাণ করা যায় না।’

Comments
Comments