জুলাই মঞ্চের আহ্বায়ক আরিফুলকে অব্যাহতি দিল এনসিপি
![]() |
| আরিফুল ইসলাম | ছবি: সংগৃহীত |
বাউলশিল্পী আবুল সরকারের নিঃশর্ত মুক্তি এবং মানিকগঞ্জে বাউলশিল্পীদের ওপর হামলাকারীদের বিচারের দাবিতে রাজধানীর শাহবাগে ‘গানের আর্তনাদ’ কর্মসূচিতে বাধা দেওয়ার ঘটনায় জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) এক নেতাকে সাময়িক অব্যাহতি দিয়েছে। পাশাপাশি কেন তাঁকে স্থায়ীভাবে বহিষ্কার করা হবে না, তা ব্যাখ্যা দিতে ওই নেতার কাছে দলটি চিঠি দিয়েছে।
এনসিপির ওই নেতা আরিফুল ইসলাম, তিনি দলের দক্ষিণাঞ্চলের সংগঠক। গতকাল শনিবার রাতে এনসিপির দপ্তর সেলের সদস্য সাদিয়া ফারজানা দিনার স্বাক্ষরিত এক চিঠিতে আরিফুলকে সাময়িক অব্যাহতি দেয়ার পাশাপাশি যথাযথ ব্যাখ্যা দেওয়ার নির্দেশনা দেওয়া হয়।
চিঠিতে বলা হয়, ‘সাংগঠনিক শৃঙ্খলাভঙ্গের অভিযোগে আপনাকে দলের সব দায়িত্ব থেকে আহ্বায়ক নাহিদ ইসলাম ও সদস্যসচিব আখতার হোসেনের নির্দেশে সাময়িক অব্যাহতি দেওয়া হলো। একই সঙ্গে আপনাকে আগামী দুই কার্যদিবসের মধ্যে দল থেকে স্থায়ীভাবে বহিষ্কার না করার কারণের ব্যাখ্যা শৃঙ্খলা কমিটির প্রধান আবদুল্লাহ আল-আমিনের কাছে দাখিল করতে হবে।’
রাজধানীর শাহবাগে গত শুক্রবার বিকেলে ‘গানের আর্তনাদ’ শিরোনামে কর্মসূচি ডেকেছিল ‘সম্প্রীতি যাত্রা’, যা বামপন্থী লেখক, শিল্পী, অধিকারকর্মী ও রাজনৈতিক কর্মীদের একটি প্ল্যাটফর্ম। জাতীয় জাদুঘরের সামনে মঞ্চ বসিয়ে কর্মসূচি শুরু হলে মিছিল নিয়ে সেখানে যায় ‘জুলাই মঞ্চ’ নামের একটি সংগঠনের নেতা ও কর্মীরা। তারা বাউলদের পক্ষে নেওয়া ওই কর্মসূচির বিরোধিতা করেন। একপর্যায়ে দুই পক্ষের মধ্যে ধাক্কাধাক্কির ঘটনা ঘটে।
কর্মসূচিতে বাধা দেওয়ার ঘটনায় নেতৃত্ব দিতে দেখা যায় জুলাই মঞ্চের আহ্বায়ক আরিফুল ইসলামকে। ঘটনা প্রকাশ্যে আসার পর সামাজিক যোগাযোগমাধ্যমে তার এনসিপির সঙ্গে রাজনৈতিক সম্পৃক্ততা উল্লেখ করে একাধিক পোস্ট দেখা যায়। এসব পোস্টে এটাও বলা হয় যে, অভিযুক্ত আরিফুল ঢাকা বিশ্ববিদ্যালয়ের কলা অনুষদ শাখা ছাত্রলীগের (বর্তমানে নিষিদ্ধ) সাবেক সহসভাপতি।

Comments
Comments