[tenolentSC] / results=[3] / label=[ছবি] / type=[headermagazine]

তানজিন তিশার বিরুদ্ধে মামলা

প্রকাশঃ
অ+ অ-
তানজিন তিশা | ছবি : তিশার ইনস্টাগ্রাম

অভিনেত্রী তানজিন তিশার বিরুদ্ধে প্রতারণা ও বিশ্বাসভঙ্গের অভিযোগে মামলা করেছে অনলাইনভিত্তিক ফ্যাশন হাউস অ্যাপোনিয়া।

আজ বুধবার ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের ১৮ নম্বর কোর্টে ৪২০/৪০৬ ধারায় প্রতারণা ও বিশ্বাসভঙ্গের অভিযোগে মামলাটি দায়ের করেন প্রতিষ্ঠানটির এক্সিকিউটিভ আমিনুল ইসলাম।

মামলায় অভিযোগ করা হয়েছে, ফ্যাশন হাউসটি থেকে শাড়ি নিয়ে প্রচারণা করার কথা থাকলেও তা না করে তিশা যোগাযোগ বন্ধ করেছেন। এছাড়া শাড়িটির মূল্যও পরিশোধ করেননি। শাড়িটির দাম ২৮ হাজার ৮০০ টাকা। অভিযোগের বিষয়ে আজ সন্ধ্যায় তিশাকে ফোন করা হলেও তিনি সাড়া দেননি। তবে এর আগে এক ফেসবুক পোস্টে তিশা দাবি করেছেন, শাড়িটি তাঁকে উপহার দেওয়া হয়েছে।

গত ২২ অক্টোবর অ্যাপোনিয়া কর্তৃপক্ষ তিশাকে আইনি নোটিশ পাঠায়। নোটিশে বলা হয়েছিল, এক সপ্তাহের মধ্যে ক্ষতিপূরণ দিতে হবে এবং প্রতিষ্ঠানটির কর্ণধার ঝিনুককে নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে মিথ্যাচার করলে ক্ষমা চাইতে হবে। নির্ধারিত সময় পেরিয়ে গেলেও তিশা কোনো জবাব দেননি। এরপর প্রতারণা ও বিশ্বাসভঙ্গের অভিযোগে মামলা করা হয়।

মামলায় দণ্ডবিধির ৪২০/৪০৬ ধারায় অপরাধ হিসেবে আনা হয় এবং আসামির গ্রেপ্তারি পরোয়ানার আদেশ চাওয়া হয়। ম্যাজিস্ট্রেট জুয়েল রানার আদালত মামলাটি আমলে নিয়ে বাংলাদেশ পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি)-কে তদন্তের নির্দেশ দেন।

একটি মন্তব্য করুন

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন