গাজীপুরে ঘোড়ার মাংস বিক্রি: জীবিত ও জবাই করা ৪৫ ঘোড়া জব্দ
![]() |
| গাজীপুর নগরের হায়দরাবাদ এলাকায় অভিযান চালিয়ে ঘোড়া ও ঘোড়ার মাংস জব্দ করা হয়েছে। গতকাল মঙ্গলবার রাতে | ছবি: পদ্মা ট্রিবিউন |
গাজীপুর নগরের হায়দরাবাদ এলাকায় অভিযান চালিয়ে ৩৭টি অসুস্থ ঘোড়া ও ৫ মণ ঘোড়ার মাংস উদ্ধার করা হয়েছে। গতকাল মঙ্গলবার রাত ১১টার দিকে সেখানে ভ্রাম্যমাণ আদালত অভিযান চালায়।
অভিযান পরিচালনা করেন গাজীপুর জেলা প্রশাসকের কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট ইশতিয়াক আহম্মেদ। এ সময় প্রাণিসম্পদ কার্যালয়, মেট্রোপলিটন পুলিশ ও র্যাবের সদস্যরাও উপস্থিত ছিলেন।
জেলা প্রাণিসম্পদ কার্যালয়ের সূত্র জানায়, এক বছর ধরে হায়দরাবাদ এলাকায় ঘোড়ার মাংস বিক্রি করা হচ্ছে। পরে প্রাণিসম্পদ কার্যালয় বিক্রি নিষিদ্ধ ঘোষণা করলেও শফিকুল ইসলাম নামের এক ব্যক্তি গোপনে এই কাজ চালাচ্ছিল। গোপন সূত্রের ভিত্তিতে রাত ১১টায় অভিযান চালানো হয়। একটি ঘরের তালা ভেঙে ভেতরে ঢোকে ভ্রাম্যমাণ আদালত। এ সময় ৩৭টি অসুস্থ ঘোড়া ও ৫ মণ ঘোড়ার মাংস জব্দ করা হয়।
নির্বাহী ম্যাজিস্ট্রেট ইশতিয়াক আহম্মেদ বলেন, জবাই করে মাংস বিক্রির উদ্দেশ্যেই ঘোড়াগুলো আনা হয়েছিল। ঘটনাস্থল থেকে কাউকে আটক করা যায়নি। উদ্ধারকৃত ঘোড়া ও জব্দ করা মাংস স্থানীয় একজনের কাছে রাখা হয়েছে। পরে তা জেলা প্রাণিসম্পদ কার্যালয়ের কাছে হস্তান্তর করা হবে।
গাজীপুর সদর উপজেলা প্রাণিসম্পদ কার্যালয় ও ভেটেরিনারি হাসপাতালের সার্জন হারুন রোমান জানান, অধিকাংশ ঘোড়া অসুস্থ এবং ঘোড়ার মাংসে ক্ষতিকর টক্সিন থাকতে পারে। তাই কেউ ঘোড়ার মাংস কেনা বা খাওয়া থেকে বিরত থাকুক, তিনি সবাইকে পরামর্শ দিয়েছেন।

একটি মন্তব্য পোস্ট করুন