গাজীপুরে মোটরসাইকেলে এসে দাঁড়িয়ে থাকা বাসে অগ্নিসংযোগ
![]() |
| গাজীপুর মহানগরীর চক্রবর্তী এলাকায় দুবৃত্তদের আগুনে বাসের বেশ কিছু আসনসহ যন্ত্রাংশ পুড়ে যায় | ছবি: পদ্মা ট্রিবিউন |
গাজীপুর মহানগরের চক্রবর্তী এলাকায় কালিয়াকৈর–নবীনগর সড়কে দাঁড়িয়ে থাকা একটি বাসে দুর্বৃত্তরা আগুন দিয়েছে। মঙ্গলবার রাত সাড়ে ১০টার দিকে এ ঘটনা ঘটে।
এলাকাবাসী ও পুলিশ জানায়, গাজীপুরের চক্রবর্তী এলাকার জ্যোতি ফিলিং স্টেশনের সামনে রাস্তার পাশে একটি বাস দাঁড়িয়ে ছিল। তখন একজন মিস্ত্রি বাসের নিচে শুয়ে মেরামতের কাজ করছিলেন। রাত আনুমানিক সাড়ে ১০টার দিকে একটি মোটরসাইকেলে দুজন যুবক এসে বাসের পাশে দাঁড়ায়। একপর্যায়ে তারা বাসে পেট্রল ঢেলে আগুন দেয় এবং দ্রুত মোটরসাইকেল নিয়ে পালিয়ে যায়। পরে আশপাশের লোকজন এগিয়ে এসে আগুন নিয়ন্ত্রণে আনে। বাসে যাত্রী না থাকায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি। আগুনে বাসের কয়েকটি আসন ও যন্ত্রাংশ পুড়ে যায়। খবর পেয়ে কাশিমপুর থানা–পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে।
কাশিমপুর থানার ওসি মোহাম্মদ মনিরুজ্জামান বলেন, ‘কয়েকজন দুর্বৃত্ত মোটরসাইকেলে এসে বাসটিতে আগুন দেয় এবং পালিয়ে যায়। পরে স্থানীয়রা আগুন নিয়ন্ত্রণে আনে। এতে বাসের কিছু ক্ষতি হলেও হতাহতের কোনো ঘটনা ঘটেনি।’

একটি মন্তব্য পোস্ট করুন