[tenolentSC] / results=[3] / label=[ছবি] / type=[headermagazine]

সেই মুনতাসিরকে এবার এনসিপি থেকেই বাদ

প্রকাশঃ
অ+ অ-
মুনতাসির মাহমুদ | ছবি: মুনতাসির মাহমুদের ফেসবুক অ্যাকাউন্ট থেকে নেওয়া

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) পদ ও রেড ক্রিসেন্ট সোসাইটির উপপরিচালকের চাকরি হারানো অন্তর্বর্তী সরকারের তথ্য উপদেষ্টা মাহফুজ আলমের ভাই ও এনসিপির যুগ্ম আহ্বায়ক মাহবুব আলমকে দোষারোপ করছিলেন দলটির দক্ষিণাঞ্চলের সংগঠক মুনতাসির মাহমুদ। এবার তাঁকে দল থেকে বাদ দেওয়া হয়েছে।

বুধবার সন্ধ্যায় এনসিপির ভেরিফায়েড ফেসবুক পেজে মুনতাসিরকে অব্যাহতি দেওয়া সংক্রান্ত চিঠি প্রকাশ করা হয়েছে। চিঠিতে বলা হয়, গত ১২ অক্টোবর আপনাকে সাময়িক অব্যাহতি দেওয়া হয় এবং কেন স্থায়ীভাবে অব্যাহতি দেওয়া হবে না, তার লিখিত ব্যাখ্যা জানতে চাওয়া হয়। ১৪ অক্টোবর আপনি লিখিত জবাব দেন। পর্যালোচনার পর আপনার ব্যাখ্যা সন্তোষজনক না হওয়ায় এবং শৃঙ্খলা কমিটির চলমান কার্যক্রম চলাকালীন বারবার শৃঙ্খলা ভঙ্গ করার কারণে এনসিপির আহ্বায়ক মো. নাহিদ ইসলাম ও সদস্যসচিব আখতার হোসেনের নির্দেশে আপনাকে দল থেকে অব্যাহতি দেওয়া হলো।

জুলাই গণ-অভ্যুত্থানের পর মুনতাসির মাহমুদ রেড ক্রিসেন্টে উপপরিচালক পদে চাকরি পান। আর উপদেষ্টা মাহফুজের ভাই মাহবুব আলম রেড ক্রিসেন্টের ব্যবস্থাপনা পর্ষদের সদস্য হিসেবে দায়িত্ব পালন করছেন। রেড ক্রিসেন্টে মুনতাসিরের চাকরিটি ছিল অস্থায়ী। অক্টোবরের দ্বিতীয় সপ্তাহে তিনি কয়েক দিন ধরে রেড ক্রিসেন্টের চেয়ারম্যানের বিরুদ্ধে অভিযোগ তুলে রাজধানীর মগবাজারে কেন্দ্রীয় কার্যালয়ে বিক্ষোভ করছিলেন।

এনসিপির পক্ষ থেকে নিষেধ করার পরও গত ১২ অক্টোবর লোকজন নিয়ে মুনতাসির সেখানে বিক্ষোভ করেন। ওই দিন রেড ক্রিসেন্টের বোর্ড সভায় তাঁকে চাকরি থেকে অপসারণের সিদ্ধান্ত নেওয়া হয়। সভায় উপদেষ্টার ভাই মাহবুব আলমও উপস্থিত ছিলেন। সভার পর রেড ক্রিসেন্ট সোসাইটি থেকে বের হওয়ার সময় মুনতাসির মাহমুদের অনুসারীরা তাঁকে অবরুদ্ধ করেন।

তারপর সেদিনই মুনতাসিরকে কারণ দর্শানোর নোটিশ ও পদ থেকে অব্যাহতির চিঠি ফেসবুকে প্রকাশ করে এনসিপি। এরপরও মুনতাসির উপদেষ্টা মাহবুব আলমের বিরুদ্ধে ফেসবুকে বিভিন্ন অভিযোগ পোস্ট করতে থাকেন। 

Fetching live reactions...
Was this article helpful?

Comments

Comments

Loading comments…
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন