[tenolentSC] / results=[3] / label=[ছবি] / type=[headermagazine]

ফের বাড়ল সোনার দাম, ভরি ২ লাখ ১০ হাজার টাকা

প্রকাশঃ
অ+ অ-
সোনা | গ্রাফিক্স: পদ্মা ট্রিবিউন

দেশের বাজারে সোনার দাম আবার বেড়েছে। এই দফায় ভরিপ্রতি দাম বেড়েছে ২ হাজার ৪০৩ টাকা। ফলে ভালো মানের, অর্থাৎ ২২ ক্যারেটের এক ভরি সোনার দাম এখন প্রায় ২ লাখ ১০ হাজার ৫৭০ টাকা। রোববার থেকে সারা দেশে নতুন এই দাম কার্যকর হবে।

জুয়েলারি ব্যবসায়ীদের সংগঠন বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস) শনিবার রাতে সোনার দাম বাড়ানোর ঘোষণা দেয়। এর আগে সর্বশেষ ২০ নভেম্বর ভরিতে সোনার দাম কমেছিল ১ হাজার ৩৫৩ টাকা।

জুয়েলার্স সমিতি জানিয়েছে, স্থানীয় বাজারে খাঁটি সোনার দাম বেড়ে যাওয়ায় দাম সমন্বয় করা হয়েছে। মূলত বৈশ্বিক বাজারে সোনার দামের সামান্য বৃদ্ধি দেশেও প্রভাব ফেলেছে। তবে বৈধভাবে সোনা আমদানি খুবই কম; বেশিরভাগ সোনা বিদেশ থেকে ব্যাগেজ রুলসের আওতায় আসে।

কয়েক মাস ধরেই সোনার দাম ওঠানামা করছে। ১৭ অক্টোবর দেশে সোনার দাম বেড়ে ২ লাখ ১৭ হাজার ৩৮২ টাকায় পৌঁছেছিল, যা এখন পর্যন্ত দেশের বাজারে সর্বোচ্চ।

নতুন দামের হিসাব অনুযায়ী, রোববার থেকে ২২ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম ২ লাখ ১০ হাজার ৫৭০ টাকা হবে। ২১ ক্যারেটের সোনা প্রতি ভরি ২ লাখ ১ হাজার ৬ টাকা, ১৮ ক্যারেটের সোনা ১ লাখ ৭২ হাজার ২৮৯ টাকা এবং সনাতন পদ্ধতির সোনা ১ লাখ ৪৩ হাজার ৩২৭ টাকায় বিক্রি হবে।

শনিবার পর্যন্ত ২২ ক্যারেটের এক ভরি সোনা বিক্রি হয়েছে ২ লাখ ৮ হাজার ১৬৭ টাকায়, ২১ ক্যারেট ১ লাখ ৯৮ হাজার ৬৯৬ টাকায়, ১৮ ক্যারেট ১ লাখ ৭০ হাজার ৩১৮ টাকায় এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি সোনা ১ লাখ ৪১ হাজার ৬৪৮ টাকায়।

আজ থেকে ২২ ক্যারেটের ভরিতে সোনা ২ হাজার ৪০৩ টাকা, ২১ ক্যারেটে ২ হাজার ৩১০ টাকা, ১৮ ক্যারেটে ১ হাজার ৯৭১ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি সোনার দাম ১ হাজার ৬৭৯ টাকা বেড়েছে।

একটি মন্তব্য করুন

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন