[tenolentSC] / results=[3] / label=[ছবি] / type=[headermagazine]

নদীর তীরে ভাসমান সবজি চাষ

প্রকাশঃ
অ+ অ-
দিনাজপুরের খানসামা উপজেলার ছাতিয়ানগড় ইউনিয়নের ঝাপু পাড়া এলাকায় ইছামতী নদীর তীরে ভাসমান সবজির বাগান | ছবি: পদ্মা ট্রিবিউন

দিনাজপুরের খানসামা উপজেলার ছাতিয়ানগড় গ্রামের ঝাপু পাড়া এলাকায় ইছামতী নদীর প্রায় ৫ শতক জায়গায় ভাসমান সবজি চাষ করে সাড়া ফেলেছেন স্থানীয় যুবক মোস্তাকিম ইসলাম। দীর্ঘদিন অনাবাদি পড়ে থাকা নদীর সেই অংশকে কাজে লাগিয়ে তিনি বাঁশের মাচায় বেড বানিয়ে নানা ধরনের শাকসবজি চাষ করছেন। অল্প পুঁজিতে শুরু করা এই উদ্যোগ এখন তাঁকে আর্থিকভাবে লাভ দিচ্ছে।

মঙ্গলবার দুপুরে সেখানে গিয়ে দেখা যায়, কৃষক মোস্তাকিম ইসলাম তাঁর লাউখেতের পরিচর্যায় ব্যস্ত। নদীর ধারে বাঁশের মাচা আর টবে মাটি দিয়ে তিনি লাউসহ বিভিন্ন সবজি চাষ করছেন।

মোস্তাকিম ইসলাম বলেন, ‘নদীর এই ফাঁকা জায়গাকে কাজে লাগানোর চিন্তা থেকেই পরীক্ষামূলকভাবে শুরু করি। এখন পরিবারের চাহিদা মেটানোর পর বাজারে বিক্রি করতে পারছি। এতে ভালোই আয় হচ্ছে। প্রায় ১ হাজার টাকা ব্যয় করে সাড়ে ৩ থেকে ৪ হাজার টাকার লাউ বিক্রি হয়।’

উপসহকারী কৃষি কর্মকর্তা মমিনুল বিন আমিন বলেন, কৃষি বিভাগের পক্ষ থেকে তাঁকে বীজ ও সার দেওয়া হয়েছে এবং নিয়মিত প্রযুক্তিগত পরামর্শ দেওয়া হচ্ছে। তাঁর এই উদ্যোগ দেখে এলাকার অন্য ব্যক্তিরাও ভাসমান সবজি চাষে আগ্রহী হচ্ছেন।

উপজেলা কৃষি কর্মকর্তা ইয়াসমিন আক্তার বলেন, ‘অনাবাদি ও পরিত্যক্ত জমি আবাদে উৎসাহ দিতে আমরা নিয়মিত কৃষকদের সহায়তা করছি। ভাসমান কৃষি এই অঞ্চলে নতুন সম্ভাবনা তৈরি করেছে। প্রযুক্তিগত দিকনির্দেশনা ও উৎপাদন বৃদ্ধির বিষয়ে নিয়মিত সহযোগিতা অব্যাহত থাকবে।’

Fetching live reactions...
Was this article helpful?

Comments

Comments

Loading comments…
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন