[tenolentSC] / results=[3] / label=[ছবি] / type=[headermagazine]

সম্মিলিত ইসলামী ব্যাংকের কার্যক্রম কবে শুরু, জানালেন গভর্নর

প্রকাশঃ
অ+ অ-
পাঁচ ব্যাংকের লোগো | গ্রাফিক্স: পদ্মা ট্রিবিউন 

দেশের পাঁচটি দুর্বল ব্যাংককে একীভূত করে একটি নতুন ও শক্তিশালী ব্যাংক তৈরির প্রস্তুতি প্রায় শেষ পর্যায়ে রয়েছে বলে জানিয়েছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর আহসান এইচ মনসুর।

গভর্নর বলেন, ব্যাংক রেজল্যুশন অর্ডিন্যান্স ব্যবহার করে এই উদ্যোগ বাস্তবায়ন করা হচ্ছে। নতুন ব্যাংকটি আগামী সপ্তাহেই যাত্রা শুরু করতে পারে।

আজ শনিবার রাজধানীর প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে অনুষ্ঠিত চতুর্থ বাংলাদেশ অর্থনৈতিক সম্মেলন-২০২৫–এর উদ্বোধনী অধিবেশনে এ কথা জানান বাংলাদেশ ব্যাংকের গভর্নর। অর্থনীতির ভবিষ্যৎ পথরেখা ও রাজনৈতিক অঙ্গীকার শিরোনামে আয়োজিত এই সম্মেলনের আয়োজন করে দৈনিক বণিক বার্তা।

অনুষ্ঠানে আহসান এইচ মনসুর বলেন, নতুন ব্যাংকটির পরিশোধিত মূলধন হবে ৩৫ হাজার কোটি টাকা, যা দেশের ব্যাংক খাতে এখন পর্যন্ত সর্বোচ্চ। বর্তমানে ব্যাংকগুলোর সর্বোচ্চ মূলধন মাত্র ১ হাজার ৫০০ কোটি টাকার মতো।

গভর্নর আরও বলেন, ‘দুর্বল পাঁচটি ব্যাংককে একীভূত করে আমরা একটি সবল ব্যাংক প্রতিষ্ঠা করতে যাচ্ছি। সরকার এখানে ২০ হাজার কোটি টাকা দিচ্ছে।’

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ উন্নয়ন গবেষণাপ্রতিষ্ঠানের (বিআইডিএস) মহাপরিচালক এ কে এনামুল হক, হা-মীম গ্রুপের চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক এ কে আজাদ, বাংলাদেশ স্টিল ম্যানুফ্যাকচারার্স অ্যাসোসিয়েশনের (বিএসএমএ) সভাপতি ও জিপিএইচ গ্রুপের চেয়ারম্যান জাহাঙ্গীর আলম এবং সিটি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মাসরুর আরেফিন।

একটি মন্তব্য করুন

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন