[tenolentSC] / results=[3] / label=[ছবি] / type=[headermagazine]

পাঁচ মামলায় সেলিনা হায়াৎ আইভীকে হাইকোর্টের দেওয়া জামিন স্থগিত

প্রকাশঃ
অ+ অ-
সেলিনা হায়াৎ আইভী | গ্রাফিক্স: পদ্মা ট্রিবিউন 

হত্যাসহ পাঁচটি মামলায় নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের সাবেক মেয়র সেলিনা হায়াৎ আইভীকে হাইকোর্ট যে জামিন দিয়েছিলেন, তা স্থগিত করেছেন আপিল বিভাগের চেম্বার আদালত। একই সঙ্গে রাষ্ট্রপক্ষের করা পাঁচটি জামিন স্থগিতের আবেদন আপিল বিভাগের নিয়মিত বেঞ্চে শুনানির জন্য ১৭ নভেম্বর দিন ঠিক করা হয়েছে। আজ বুধবার আপিল বিভাগের চেম্বার বিচারপতি মো. রেজাউল হক এই আদেশ দেন।

বৈষম্যবিরোধী আন্দোলনে হত্যা ও গুরুতর আহত করার অভিযোগে করা পাঁচটি মামলায় কারাগারে থাকা সেলিনা হায়াৎ আইভী ৯ নভেম্বর হাইকোর্ট থেকে জামিন পান। এর মধ্যে তিনটি হত্যা ও দুটি গুরুতর জখমের মামলা রয়েছে।

রাষ্ট্রপক্ষ তিন মামলায় জামিন স্থগিতের আবেদন করে ১০ নভেম্বর, যা সেদিন চেম্বার আদালতে ওঠে। আদালত সেদিন শুনানি না করে ‘নট টুডে’ রাখেন। পরে বাকি দুই মামলার জামিন স্থগিত চেয়ে রাষ্ট্রপক্ষ পৃথক আবেদন করে। আজ পাঁচটি আবেদন একসঙ্গে শুনানির জন্য ওঠে।

রাষ্ট্রপক্ষে শুনানিতে ছিলেন অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল অনীক আর হক। আইভীর পক্ষে ছিলেন জ্যেষ্ঠ আইনজীবী সারা হোসেন ও আইনজীবী এস এম হৃদয় রহমান।

পরে আইনজীবী এস এম হৃদয় রহমান বলেন, পাঁচ মামলায় হাইকোর্টের দেওয়া জামিন স্থগিত করেছেন চেম্বার আদালত। রাষ্ট্রপক্ষের আবেদনগুলো আপিল বিভাগের নিয়মিত বেঞ্চে (কোর্ট নং-২) শুনানির জন্য ১৭ নভেম্বর দিন ধার্য করা হয়েছে।

চলতি বছরের ৯ মে ভোরে নারায়ণগঞ্জ শহরের দেওভোগের নিজ বাসা থেকে আইভীকে গ্রেপ্তার করে পুলিশ। পরে তাঁকে বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনের ঘটনায় দায়ের হওয়া তিনটি হত্যা ও দুটি হত্যাচেষ্টা মামলাসহ মোট পাঁচ মামলায় গ্রেপ্তার দেখানো হয়।

২০০৩ থেকে ২০১১ সাল পর্যন্ত নারায়ণগঞ্জ পৌরসভার মেয়র ছিলেন আইভী। পরে নবগঠিত নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের টানা তিন নির্বাচনে জয়ী হন তিনি।

Fetching live reactions...
Was this article helpful?

Comments

Comments

Loading comments…
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন