[tenolentSC] / results=[3] / label=[ছবি] / type=[headermagazine]

ছুটি না পেয়ে অসুস্থ শ্রমিকের মৃত্যুর অভিযোগ, প্রতিবাদে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ

প্রকাশঃ
অ+ অ-
নারায়ণগঞ্জে নারী শ্রমিকের মৃত্যুতে দুই ঘণ্টা মহাসড়ক অবরোধ করে রাখে সহকর্মীরা। আজ সোমবার | ছবি: পদ্মা ট্রিবিউন   

নারায়ণগঞ্জ বন্দরে এক নারী শ্রমিকের মৃত্যুর ঘটনায় দুই ঘণ্টা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন একটি পোশাক কারখানার শ্রমিকেরা। আজ সোমবার সকাল সাড়ে দশটা থেকে দুপুর সাড়ে বারোটা পর্যন্ত ‘লারিস ফ্যাশন’ প্রতিষ্ঠানের শ্রমিকেরা মদনপুর এলাকায় সড়ক অবরোধ করেন। এতে চট্টগ্রামমুখী লেনে কয়েক কিলোমিটার পর্যন্ত যানজট সৃষ্টি হয় এবং যাত্রীরা ভোগান্তিতে পড়েন।

মারা যাওয়া শ্রমিকের নাম রিনা আক্তার (৩০)। তিনি কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলার দুলাল হোসেনের মেয়ে। রিনা লারিস ফ্যাশনের সুইং সেকশনে মেশিন অপারেটর হিসেবে কাজ করতেন।

শ্রমিকদের অভিযোগ, রোববার অসুস্থবোধ করলে রিনা ছুটির আবেদন করেছিলেন, কিন্তু কারখানা কর্তৃপক্ষ তা অনুমোদন না দিয়ে কাজ চালাতে বাধ্য করেন। পরে কর্মস্থলেই তিনি অসুস্থ হয়ে পড়লে সহকর্মীরা প্রথমে স্থানীয় একটি হাসপাতালে নিয়ে যান। অবস্থার অবনতি হলে তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়, যেখানে চিকিৎসকেরা তাকে মৃত ঘোষণা করেন।

শ্রমিকেরা দাবি করছেন, অসুস্থ অবস্থায় ছুটি না দেওয়ায় রিনার মৃত্যু হয়েছে। তারা দায়ীদের গ্রেপ্তার ও বিচারের দাবি জানিয়ে আন্দোলন করেন। সড়ক অবরোধের কারণে চট্টগ্রামমুখী যানবাহন আটকে গিয়ে তীব্র যানজট হয়। পরে ক্ষতিপূরণ ও দোষীদের বিচারের আশ্বাস দেওয়ার পর শ্রমিকেরা অবরোধ তুলে নেন।

লারিস ফ্যাশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ শিমুল বলেন, 'রিনা অসুস্থ হয়ে পড়লে তাকে সঙ্গে সঙ্গে হাসপাতালে নেওয়া হয়েছিল। ঢাকা মেডিকেলে নেওয়ার পর তার মৃত্যু হয়। এখানে কারও কোনো গাফিলতি ছিল না। আমরা সবরকম সহযোগিতা করেছি। মৃত্যুর পর দাফন ও পরিবারের সহায়তাও নিশ্চিত করেছি। শ্রমিকদের দাবির পরিপ্রেক্ষিতে ওই ফ্লোরের দায়িত্বপ্রাপ্তদের বরখাস্ত করার সিদ্ধান্ত নিয়েছি। তবুও তারা আন্দোলন করেছেন।' 

ঘটনার সত্যতা নিশ্চিত করে বন্দর থানার ওসি লিয়াকত আলী বলেন, 'অসুস্থ হয়ে নারী শ্রমিকের মৃত্যুর পর সহকর্মীরা মহাসড়ক অবরোধ করেছিলেন। তাদের অভিযোগ, কারখানা কর্তৃপক্ষের অবহেলায় শ্রমিকের মৃত্যু হয়েছে। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিলে শ্রমিকেরা অবরোধ তুলে নেন। এরপর যান চলাচল স্বাভাবিক হয়।' 

Fetching live reactions...
Was this article helpful?

Comments

Comments

Loading comments…
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন