[tenolentSC] / results=[3] / label=[ছবি] / type=[headermagazine]

মেয়রের সঙ্গে বিরোধ, চট্টগ্রাম সিটি করপোরেশনের প্রধান নির্বাহীকে বদলি

প্রকাশঃ
অ+ অ-
চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) প্রধান নির্বাহী কর্মকর্তা শেখ মুহম্মদ তৌহিদুল ইসলাম | ছবি: চসিকের ওয়েবসাইট থেকে

চট্টগ্রাম সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা শেখ মুহম্মদ তৌহিদুল ইসলামকে বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ে বদলি করা হয়েছে। আজ সোমবার এ-সংক্রান্ত অফিস আদেশ জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়।

সম্প্রতি চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র শাহাদাত হোসেনের সঙ্গে প্রধান নির্বাহী কর্মকর্তার মধ্যে বিরোধ চলছিল। এ নিয়ে মেয়র শাহাদাত হোসেন স্থানীয় সরকার মন্ত্রণালয় ও জনপ্রশাসন মন্ত্রণালয়ে চিঠি দিয়ে প্রধান নির্বাহী কর্মকর্তা শেখ মুহম্মদ তৌহিদুল ইসলামকে সিটি করপোরেশন থেকে বদলি করার দাবি করেছিলেন।

জনপ্রশাসন মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সহকারী সচিব জেতী প্রু সই করা অফিস আদেশে বলা হয়েছে, সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা শেখ মুহম্মদ তৌহিদুল ইসলামকে বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের যুগ্ম সচিব হিসেবে বদলি করা হয়েছে। তাঁকে ২৩ নভেম্বরের মধ্যে বর্তমান কর্মস্থল থেকে অবমুক্ত হয়ে নতুন কর্মস্থলে যোগ দিতে হবে। না হলে ওই দিন থেকে তিনি তাৎক্ষণিক অবমুক্ত হিসেবে গণ্য হবেন।

বদলি আদেশের বিষয়টি নিশ্চিত করেছেন শেখ মুহম্মদ তৌহিদুল ইসলাম। তিনি জানান, নতুন কর্মস্থলে দ্রুত যোগদান করবেন।

সিটি করপোরেশনের দুই শীর্ষ কর্মকর্তার মধ্যে চলমান বিরোধের মধ্যে মেয়র ২ নভেম্বর স্থানীয় সরকার মন্ত্রণালয়ে চিঠি দিয়ে প্রধান নির্বাহী কর্মকর্তাকে সিটি করপোরেশন থেকে সরিয়ে দেওয়ার আবেদন করেছিলেন। অন্যদিকে প্রধান নির্বাহী কর্মকর্তা শেখ মুহম্মদ তৌহিদুল ইসলাম মন্ত্রণালয়কে জানিয়েছিলেন, উচ্চতর প্রশিক্ষণ শেষে মেয়র তাঁকে সিটি করপোরেশনে যোগ দিতে দেননি। এসব বিষয় নিয়ে দুই সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে মন্ত্রণালয়।

প্রধান নির্বাহী কর্মকর্তা উচ্চতর প্রশিক্ষণ শেষ হওয়ার পর ২২ অক্টোবর কর্মস্থলে যোগ দেওয়ার জন্য পত্র দিয়েও তা গ্রহণ করেননি মেয়র। উল্টো গৃহকর জালিয়াতির তদন্তে অবহেলার অভিযোগে তাঁকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে। এছাড়া তাঁকে অপসারণের দাবিতে একদল শ্রমিক-কর্মচারী মিছিল ও সমাবেশ করেছেন।

একটি মন্তব্য করুন

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন