[tenolentSC] / results=[3] / label=[ছবি] / type=[headermagazine]

ফতুল্লায় ছাত্রদল নেতার বাবার ‘নেতৃত্বে’ হামলা, ৩ সাংবাদিক আহত

প্রকাশঃ
অ+ অ-
নারায়ণগঞ্জের ফতুল্লার গিরিধারা এলাকায় সংবাদ সংগ্রহ করতে গিয়ে হামলার শিকার হন তিন সংবাদকর্মী | ছবি: ভিডিও থেকে সংগৃহীত

নারায়ণগঞ্জের ফতুল্লায় সংবাদ সংগ্রহ করতে গিয়ে তিন সংবাদকর্মী হামলার শিকার হয়েছেন। এ সময় তাঁদের ক্যামেরা ও মোবাইল ফোন ভেঙে ফেলা হয়। খবর পেয়ে পুলিশ ও স্থানীয় সাংবাদিকেরা গিয়ে তাঁদের উদ্ধার করেন। পরে আহত তিনজনকে শহরের খানপুরে ৩০০ শয্যার নারায়ণগঞ্জ হাসপাতালে নেওয়া হয়।

বুধবার বিকেলে সদর উপজেলার গিরিধারা বউবাজার এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় শাহাদাৎ হোসেন (৬০) নামের একজনকে আটক করেছে পুলিশ।

আহত সাংবাদিকেরা হলেন অনলাইন পোর্টাল জাগো নিউজের সিদ্ধিরগঞ্জ প্রতিনিধি মো. আকাশ (২৭), নিউজ নারায়ণগঞ্জের ক্যামেরাম্যান আবদুল্লাহ মামুন (৩২) ও আয়াজ হোসেন (২৮)। আটক শাহাদাৎ হোসেন জেলা ছাত্রদলের সাবেক সহসভাপতি আতা-ই রাব্বির বাবা।

মো. আকাশ বলেন, ফতুল্লার গিরিধারা বউবাজার এলাকায় শাহাদাৎ হোসেন ও তাঁর ছেলে আতা-ই রাব্বির বিরুদ্ধে জমি দখলের অভিযোগ করেছিলেন এক নারী। এ নিয়ে তিনি ফতুল্লা থানায় একটি সাধারণ ডায়েরিও (জিডি) করেন। বুধবার বিকেল চারটার দিকে ওই বিষয়ে তথ্য নিতে তাঁরা ঘটনাস্থলে যান। ভুক্তভোগী নারীর সঙ্গে কথা বলার সময় শাহাদাৎ হোসেন লোকজন নিয়ে তাঁদের ওপর হামলা করেন। তখন তিনজনকে বেধড়ক মারধর করা হয় এবং একটি কক্ষে আটকে রাখা হয়। তাঁদের ক্যামেরা ও মোবাইল ফোন ভেঙে ফেলা হয়। খবর পেয়ে অন্য সাংবাদিকেরা গেলে তাঁদের সঙ্গেও অশোভন আচরণ করা হয়। পরে পুলিশ গিয়ে আহতদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়।

নিউজ নারায়ণগঞ্জের নির্বাহী সম্পাদক তানভীর হোসেন বলেন, 'জাগো নিউজের এক সাংবাদিকসহ তাঁদের দুজন কর্মী সংবাদ সংগ্রহ করতে গেলে তাঁদের ওপর অতর্কিত হামলা চালানো হয়। তাঁদের ঘরের ভেতরে আটকে রেখে মারধর করা হয়েছে।' তিনি বলেন, 'হামলাকারীদের দ্রুত গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে।' 

ফতুল্লা মডেল থানার ওসি আনোয়ার হোসেন বলেন, 'সাংবাদিকদের সঙ্গে হাতাহাতির ঘটনা ঘটেছে। অভিযুক্ত শাহাদাৎ হোসেনকে আটক করা হয়েছে। এ ঘটনায় থানায় মামলা করা হয়েছে।' 

একটি মন্তব্য করুন

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন