বিজয় দিবসে এবারও কুচকাওয়াজ হবে না: স্বরাষ্ট্র উপদেষ্টা
![]() |
| সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সভাকক্ষে বিজয় দিবসের নিরাপত্তা-সংক্রান্ত সভা। আজ বুধবার সকালে | ছবি: স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সৌজন্যে |
মহান বিজয় দিবসে এবারও জাতীয় প্যারেড গ্রাউন্ডে কুচকাওয়াজ হবে না, জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী।
আজ বুধবার সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সভাকক্ষে বিজয় দিবসের নিরাপত্তা–সংক্রান্ত এক সভার পর সাংবাদিকদের তিনি এ কথা জানান। তিনি বলেন, জেলা ও উপজেলা পর্যায়েও কুচকাওয়াজ আয়োজন হবে না।
অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার পর গত বছরও বিজয় দিবসের দিন কুচকাওয়াজ হয়নি। তার পরিবর্তে সারা দেশে বিজয় মেলা আয়োজন করা হয়েছিল।
বিজয় দিবসের প্রস্তুতি সম্পর্কে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, সবাই বিজয় দিবস উদ্যাপন করবে। দিবসে অস্থিরতার কোনো আশঙ্কা নেই। আগে যেমন ছিল, এবারও কর্মসূচি থাকবে; বরং আগের চেয়ে আরও বেশি কর্মসূচি হবে। তবে এবারও প্যারেড আয়োজন হবে না।
শেখ হাসিনার মৃত্যুদণ্ডের রায় ঘোষণার পর দেশে অস্থিরতা বেড়েছে কি না, এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, রায় ঘোষণার পর অস্থিরতা দেখা দেয়নি।

একটি মন্তব্য পোস্ট করুন