গাজীপুরে ভোরে রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা বাসে আগুন
![]() |
| ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের পাশে দাঁড়িয়ে থাকা একটি বাসে অগ্নিসংযোগ করেছে দুর্বৃত্তরা। বুধবার ভোরে গাজীপুর নগরের ভোগড়া পেয়ারাবাগান এলাকায় | ছবি: পদ্মা ট্রিবিউন |
গাজীপুর নগরের ভোগড়া পেয়ারাবাগান এলাকায় আরেকটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। আজ বুধবার ভোর সাড়ে চারটার দিকে এ ঘটনা ঘটে। এতে কেউ হতাহত হননি। এর আগে গতকাল মঙ্গলবার রাত সাড়ে ১০টার দিকে একইভাবে আরেকটি বাসে আগুন দেওয়া হয়।
পুলিশ ও স্থানীয়দের সূত্রে জানা যায়, ঢাকা–টাঙ্গাইল মহাসড়কের ভোগড়া পেয়ারাবাগান এলাকায় ভিআইপি পরিবহনের একটি যাত্রীবাহী বাস রাস্তার পাশে দাঁড়িয়ে ছিল। ভোর সাড়ে চারটার দিকে কয়েকজন লোক বাসটিতে পেট্রল ঢেলে আগুন ধরিয়ে পালিয়ে যায়। এ সময় আশপাশের লোকজন আগুন নেভানোর চেষ্টা করেন। পরে খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছান। তবে তাঁরা আগুন নিয়ন্ত্রণে আনার আগে পুলিশের জন্য অপেক্ষা করেন। পুলিশ ঘটনাস্থলে পৌঁছানোর পর ফায়ার সার্ভিসের সদস্যরা আগুন নিয়ন্ত্রণে আনেন। বাসের ভেতরে কেউ না থাকায় হতাহত হওয়ার ঘটনা ঘটেনি। তবে বাসটি পুরোপুরি পুড়ে গেছে।
গাজীপুর ফায়ার সার্ভিসের উপপরিচালক মো. মামুন বলেন, রাতে মহাসড়কের পাশে দাঁড়িয়ে থাকা একটি যাত্রীবাহী বাসে কে বা কারা আগুন দেয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। আগুনে কেউ হতাহত না হলেও বাসটি পুড়ে গেছে।
গাজীপুর নগরের বাসন থানার উপপরিদর্শক (এসআই) মো. পারভেজ বলেন, আগুন লাগার খবর পেয়ে ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন। দুর্বৃত্তরা বাসটিতে পেট্রল ঢেলে আগুন দেয়। ঘটনার সঙ্গে জড়িতদের ধরতে পুলিশের অভিযান চলছে।
এর আগে, গতকাল রাত সাড়ে ১০টার দিকে গাজীপুরের চক্রবর্তী এলাকায় কালিয়াকৈর–নবীনগর সড়কের পাশে দাঁড়িয়ে থাকা আরেকটি যাত্রীবাহী বাসে আগুন দেয় দুর্বৃত্তরা। সেখানেও হতাহত হওয়ার ঘটনা ঘটেনি, তবে বাসটি পুড়ে গেছে।

একটি মন্তব্য পোস্ট করুন