ভোলায় খামারের ব্যবস্থাপককে মারধর, ১২টি মহিষ লুট
![]() |
| মারধর | প্রতীকী ছবি |
ভোলা সদর উপজেলার ইলিশা ইউনিয়নের গাজীপুর মাঝের চর এলাকায় এক খামারিতে হামলা, মারধর ও ১২টি মহিষ লুটের অভিযোগ উঠেছে। এ ঘটনায় খামারি মো. ফারুক (৪৫) ভোলা সদর মডেল থানায় লিখিত অভিযোগ দিয়েছেন।
অভিযোগ সূত্রে জানা গেছে, ১৬ নভেম্বর রাত প্রায় ১১টার দিকে অভিযুক্ত মো. রফিক, মো. মঞ্জুর আলম, নিজাম, মাইন উদ্দিন, মো. আবুল কালাম, মো. সবুজসহ আরও পাঁচ-ছয়জন অজ্ঞাতনামা ব্যক্তি দলবদ্ধভাবে প্রাণঘাতী অস্ত্র নিয়ে খামারে ঢোকেন। তারা খামার থেকে জোর করে ১২টি মহিষ নিয়ে যাওয়ার চেষ্টা করলে তৎক্ষণাৎ খামারের তত্ত্বাবধায়ক মো. মনির বাধা দেন।
এ সময় অভিযুক্তরা মনিরকে কিল, ঘুষি ও লাথি মেরে শরীরের বিভিন্ন স্থানে জখম করেন। তাঁর চিৎকারে আশপাশের লোকজন ছুটে এলে হামলাকারীরা প্রাণনাশের হুমকি দিয়ে দ্রুত সরে যান এবং খামারের ১০টি দুই বছর বয়সী বাছুর ও দুটি বড় মহিষসহ মোট ১২টি মহিষ নিয়ে চলে যান। বাদীর তথ্য অনুযায়ী, এসব মহিষের আনুমানিক মূল্য প্রায় ৯ লাখ টাকা।
ঘটনার পর আহত মনির খামারের মালিককে ফোনে বিষয়টি জানান। তিনি স্থানীয়ভাবে মীমাংসার চেষ্টা করেন, কিন্তু অভিযুক্তরা কোনো সালিশ-বিচার মেনে না নেওয়ায় শেষ পর্যন্ত থানায় অভিযোগ দায়ের করা হয়েছে।
মো. ফারুক বলেন, ‘বিবাদীরা এলাকায় পরিচিত ভূমিদস্যু ও মহিষ ডাকাত। দীর্ঘদিন ধরে তারা অস্ত্র দেখিয়ে খামার ও গবাদিপশু লুট করে আসছে। আমার খামারের ১২টি মহিষ জোর করে নিয়ে গেছেন।’
এ বিষয়ে অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. ইব্রাহীম জানান, অভিযোগ পেয়েছেন এবং বিষয়টি তদন্ত করা হচ্ছে। প্রমাণ মিললে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

একটি মন্তব্য পোস্ট করুন