ভ্যাটিকানের মানব উন্নয়ন মন্ত্রীর রোহিঙ্গা শিবির পরিদর্শন
![]() |
| কক্সবাজারের রোহিঙ্গা শিবির পরিদর্শন করেছেন ভ্যাটিকানের সমন্বিত মানব উন্নয়ন মন্ত্রী কার্ডিনাল ফেলিক্স মাইকেল চের্নি | ছবি: পদ্মা ট্রিবিউন |
কক্সবাজারের রোহিঙ্গা শিবির পরিদর্শন করেছেন বাংলাদেশ সফররত ভ্যাটিকানের সমন্বিত মানব উন্নয়ন মন্ত্রী কার্ডিনাল ফেলিক্স মাইকেল চের্নি। সোমবার তিনি শিবিরে যান এবং সেখানে রোহিঙ্গা মানুষ, পথশিশু, আদিবাসী ও বাস্তুচ্যুত জনগোষ্ঠীর সঙ্গে দেখা করেন। তারা কেমন জীবন যাপন করছেন, কি চ্যালেঞ্জের মুখোমুখি হচ্ছেন এবং তাদের প্রয়োজনীয়তা কী—সবকিছুই তিনি সরাসরি দেখেন।
পরিদর্শনের সময় কার্ডিনাল ফেলিক্স মাইকেল চের্নি কারিতাস বাংলাদেশের বিভিন্ন প্রকল্পও ঘুরে দেখেন। তিনি প্রটেকশন, ওয়াশ (পানি, স্যানিটেশন ও হাইজিন) এবং শেল্টার কার্যক্রমের অগ্রগতি, প্রভাব ও চ্যালেঞ্জ নিয়ে বিস্তারিত আলোচনা করেন।
তার সঙ্গে ছিলেন ভ্যাটিকানের মানব উন্নয়ন মন্ত্রণালয়ের এশিয়া অঞ্চলের সমন্বয়ক ফ্রান্সেসকা ডোনা এবং বাংলাদেশে ভ্যাটিকানের রাষ্ট্রদূত আর্চবিশপ কেভিন এস র্যান্ডেল। এছাড়া উপস্থিত ছিলেন কারিতাস বাংলাদেশের উচ্চপদস্থ কর্মকর্তারা।
ভ্যাটিকানের উন্নয়ন মন্ত্রী রোহিঙ্গা শিবিরের পরিস্থিতি সরাসরি দেখার পর পোপ চতুর্দশ লিওকে জানিয়ে দেন, ভবিষ্যতে এসব মানবিক সমস্যা সমাধানে আরও কার্যকর উদ্যোগ নেওয়ার জন্য সহযোগিতা করা হবে।

একটি মন্তব্য পোস্ট করুন