[tenolentSC] / results=[3] / label=[ছবি] / type=[headermagazine]

সিরাজদিখানে পুলিশের সামনে ছাত্রলীগ-যুবলীগের মিছিল

প্রকাশঃ
অ+ অ-
মুন্সিগঞ্জের সিরাজদিখান উপজেলার ইমামগঞ্জ বাজারে ছাত্রলীগ-যুবলীগের মিছিল। মঙ্গলবার সকালে | ছবি: সংগৃহীত

মুন্সিগঞ্জের সিরাজদিখান উপজেলায় শেখ হাসিনার রায়ের প্রতিবাদে পুলিশের টহল দলের সামনে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ ও যুবলীগের ব্যানারে বিক্ষোভ মিছিল হয়েছে। আজ মঙ্গলবার সকালে উপজেলার বাসাইল ইউনিয়নের ইমামগঞ্জ বাজারে এই মিছিল করা হয়।

এই ঘটনায় পুলিশের এক উপপরিদর্শক (এসআই) প্রত্যাহার করা হয়েছে। তার নাম কামরুজ্জামান সিকদার। তাকে থানা থেকে প্রত্যাহার করে মুন্সিগঞ্জ পুলিশ লাইন্সে সংযুক্ত করা হয়েছে।

স্থানীয়রা জানান, সিরাজদিখান উপজেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক জহিরুল ইসলামের নেতৃত্বে আজ সকাল ৯টার দিকে ইমামগঞ্জ বাজারে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের অর্ধশতাধিক নেতা-কর্মী অংশ নেন। মিছিলে গতকাল সোমবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে শেখ হাসিনার মৃত্যুদণ্ডের রায়ের প্রতিবাদে স্লোগান দেওয়া হয়। মিছিলটি ইমামগঞ্জ বাজারের প্রধান সড়ক প্রদক্ষিণ করার সময় সেখানে টহলরত পুলিশের একটি গাড়ি ছিল, তবে পুলিশ কোনো ব্যবস্থা নেয়নি। এই ঘটনা জানাজানি হলে টহলের দায়িত্বে থাকা এসআই কামরুজ্জামান সিকদারকে প্রত্যাহার করা হয়।

সিরাজদিখান থানার ওসি আবু বকর সিদ্দিক বলেন, ‘মিছিলটি হঠাৎ শুরু হয়। তখন ঘটনাস্থলের কাছে পুলিশের একটি টহল গাড়ি যাচ্ছিল। পুলিশ কর্মকর্তা কিছু বুঝে ওঠার আগেই মিছিলে থাকা লোকজন পালিয়ে যায়। এ ঘটনার পর এসআই কামরুজ্জামানকে প্রত্যাহার করে পুলিশ লাইন্সে নেওয়া হয়েছে। মিছিলে থাকা তিনজনকে অভিযান চালিয়ে গ্রেপ্তার করা হয়েছে।’

Fetching live reactions...
Was this article helpful?

Comments

Comments

Loading comments…
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন