[tenolentSC] / results=[3] / label=[ছবি] / type=[headermagazine]

চুয়াডাঙ্গা সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত

প্রকাশঃ
অ+ অ-
 নিহত শহিদুল ইসলাম | ছবি: সংগৃহীত 

চুয়াডাঙ্গার জীবননগর উপজেলা সীমান্ত এলাকায় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে শহীদ হোসেন (৩৮) নামে একজন বাংলাদেশি নাগরিক নিহত হয়েছেন। শনিবার বিকেল সাড়ে চারটার দিকে সীমান্তের ৭০ নম্বর প্রধান খুঁটি (মেইন পিলার) এলাকায় এই ঘটনা ঘটে।

শহীদ হোসেনের বাড়ি জীবননগর উপজেলার সীমান্ত ইউনিয়নের গয়েশপুর গ্রামে।

মহেশপুর ব্যাটালিয়নের (৫৮ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. রফিকুল আলম জানান, বিষয়টি নিয়ে তিনি বিএসএফের ৩২ ব্যাটালিয়ন কমান্ড্যান্ট সুজিত কুমারের সঙ্গে কথা বলেছেন। বিএসএফের ওই কর্মকর্তা জানিয়েছেন, মাদক নিয়ে ফেরার সময় দুজন বাংলাদেশি নাগরিককে সীমান্ত খুঁটি ৭০ থেকে ২০০ গজ ভারত অভ্যন্তরে থামতে বলা হয়। কিন্তু তারা হাসুয়া নিয়ে বিএসএফের ওপর চড়াও হলে গুলি ছোড়া হয়। এতে একজন গুলিবিদ্ধ হন। তবে বিএসএফের ওই কর্মকর্তা নিশ্চিত করেননি, গুলিতে কেউ নিহত হয়েছে কি না।

জীবননগর উপজেলার সীমান্ত ইউনিয়ন পরিষদের ১ নম্বর ওয়ার্ডের সদস্য সাইফুল ইসলাম জানান, শহীদ হোসেন মূলত কৃষিশ্রমিক। অন্যান্য দিনের মতো তিনি সকালেই সীমান্তবর্তী এলাকার একটি ভুট্টাখেতে শ্রমিক হিসেবে কাজ করতে যান। কাজ শেষে বাড়ি ফেরার পথে বিএসএফের গুলিতে তিনি মারা যান।

সাইফুল ইসলাম স্থানীয় একাধিক সূত্রের বরাত দিয়ে বলেন, ‘শহীদ হোসেন ভুট্টাখেত থেকে কাটা বস্তাভর্তি ঘাস নিয়ে বাড়ি ফিরছিলেন। বস্তার ভেতরে মাদক আছে সন্দেহে বিএসএফ গুলি ছুড়লে তিনি মারা যান। এরপর তারা (বিএসএফ) তাঁর মরদেহ ভারতের অভ্যন্তরে একটি হাসপাতালের মর্গে নিয়ে যায়।’

জীবননগর থানার ওসি মামুন হোসেন বিশ্বাস জানান, বিভিন্ন সূত্র থেকে এমন খবর পাওয়া গেলেও শহীদ হোসেনের পরিবারের পক্ষ থেকে কেউই যোগাযোগ করেননি। তাই এখন পর্যন্ত পরিষ্কারভাবে কিছু বলা যাচ্ছে না।

একটি মন্তব্য করুন

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন