[tenolentSC] / results=[3] / label=[ছবি] / type=[headermagazine]

কাশিমপুর কেন্দ্রীয় কারাগারে বন্দী আওয়ামী লীগ নেতার মৃত্যু

প্রকাশঃ
অ+ অ-
কাশিমপুর কেন্দ্রীয় কারাগার | ফাইল ছবি

গাজীপুরের কাশিমপুর হাই সিকিউরিটি কেন্দ্রীয় কারাগারে আওয়ামী লীগের এক বন্দী নেতা মারা গেছেন। আজ মঙ্গলবার বিকেলে অসুস্থ অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে আসার পর কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

মারা যাওয়া নেতার নাম মুরাদ হোসেন (৬৫)। তার বাড়ি রাজধানীর মিরপুরের পাইকপাড়া এলাকায়। তিনি ঢাকা উত্তর সিটি করপোরেশনের ১২ নম্বর ওয়ার্ডের আওয়ামী লীগের সভাপতি ও সাবেক কাউন্সিলর ছিলেন।

কারাগার সূত্রে জানা গেছে, মুরাদ হোসেনের বিরুদ্ধে তিনটি মামলা রয়েছে। মিরপুর থানা–পুলিশ তাকে গ্রেপ্তার করার পর আদালতের মাধ্যমে কাশিমপুর কেন্দ্রীয় কারাগারে পাঠায়। আজ দুপুর সাড়ে ১২টার দিকে কারাগারে অসুস্থ হয়ে পড়লে তাকে প্রথমে গাজীপুরের শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে পরীক্ষা–নিরীক্ষা করে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিলে বিকেল পাঁচটার দিকে চিকিৎসক মৃত ঘোষণা করেন। তার লাশ ময়নাতদন্তের জন্য কলেজের মর্গে রাখা হয়েছে।

কাশিমপুর হাই সিকিউরিটি কেন্দ্রীয় কারাগারের সুপার আবদুল্লাহ আল মামুন বিষয়টি নিশ্চিত করে বলেন, আইনি প্রক্রিয়া শেষে মারা যাওয়া ব্যক্তির লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে। 

Fetching live reactions...
Was this article helpful?

Comments

Comments

Loading comments…
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন