[tenolentSC] / results=[3] / label=[ছবি] / type=[headermagazine]

ব্রাহ্মণবাড়িয়ায় পুলিশের কাছ থেকে ছিনিয়ে নিলো যুবলীগ নেতাকে

প্রকাশঃ
অ+ অ-
গাজী বোরহান উদ্দিন | ছবি : সংগৃহীত

ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলায় যুবলীগের এক নেতাকে গ্রেপ্তারের দুই ঘণ্টা পর পুলিশের হাত থেকে ছিনিয়ে নেওয়া হয়েছে। মঙ্গলবার সন্ধ্যার পর উপজেলার অরুয়াইল পুলিশ ফাঁড়ির সামনে এ ঘটনা ঘটে।

ছিনিয়ে নেওয়া ব্যক্তি গাজী বোরহান উদ্দিন (৪৮)। তিনি অরুয়াইল ইউনিয়ন যুবলীগের আহ্বায়ক এবং ধামাওড়া গ্রামের বাসিন্দা।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, একাধিক মামলার আসামি বোরহান উদ্দিনকে বিকেল চারটার দিকে অরুয়াইল বাজার থেকে সরাইল থানার পুলিশ গ্রেপ্তার করে। পরে তাঁকে অরুয়াইল অস্থায়ী পুলিশ ফাঁড়িতে রাখা হয়। এ সময় ফাঁড়ির সামনে বোরহানের পক্ষের লোকজন জড়ো হতে থাকেন।

সন্ধ্যা ছয়টার দিকে কয়েকজন পুলিশ সদস্য সিএনজিচালিত দুটি অটোরিকশায় করে বোরহান উদ্দিনকে সরাইল থানার দিকে নেওয়ার চেষ্টা করেন। তখন বোরহানের তিন ভাই—সাবেক ইউপি সদস্য গাজী বাহার উদ্দিন, গিয়াস উদ্দিন ও রেহান উদ্দিনের নেতৃত্বে শতাধিক লোক পুলিশের ওপর হামলা চালিয়ে বোরহানকে ছিনিয়ে নেয়।

সরাইল থানার ওসি মোরশেদুল আলম চৌধুরী বলেন, বোরহান উদ্দিনের বিরুদ্ধে একাধিক মামলা আছে। তাঁকে আবারও গ্রেপ্তারের চেষ্টা চলছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে। পুলিশের কাছ থেকে আসামি ছিনিয়ে নেওয়ার ঘটনায় যাঁরা জড়িত, তাঁদের সবাইকে আইনের আওতায় আনা হবে।

একটি মন্তব্য করুন

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন