অবশেষে পৃথক সচিবালয় পেল সুপ্রিম কোর্ট, অধ্যাদেশ জারি
![]() |
| সুপ্রিম কোর্ট | ফাইল ছবি |
অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদে খসড়া অনুমোদনের পর রোববার রাষ্ট্রপতি সুপ্রিম কোর্ট সচিবালয় অধ্যাদেশ ২০২৫ জারি করেছেন। এখন সুপ্রিম কোর্ট সচিবালয় প্রতিষ্ঠা হলে অধস্তন আদালত ও প্রশাসনিক ট্রাইব্যুনালের তত্ত্বাবধান এবং নিয়ন্ত্রণ–সংক্রান্ত সব প্রশাসনিক ও সচিবীয় দায়িত্ব পালন করবে এই সচিবালয়।
অধ্যাদেশ অনুযায়ী, বিচারকাজে নিয়োজিত বিচারকদের পদায়ন, পদোন্নতি, বদলি, শৃঙ্খলা ও ছুটিসহ অন্যান্য আনুষঙ্গিক বিষয় এই সচিবালয়ের দায়িত্বে থাকবে। সুপ্রিম কোর্ট সচিবালয়ের সার্বিক নিয়ন্ত্রণ প্রধান বিচারপতির ওপর থাকবে এবং সচিবালয় সচিব প্রশাসনিক প্রধান হবেন।
এর আগে ২০ নভেম্বর প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সভাপতিত্বে উপদেষ্টা পরিষদের বৈঠকে সুপ্রিম কোর্ট সচিবালয় অধ্যাদেশের খসড়াটি অনুমোদন দেওয়া হয়েছিল।
ওই দিন আইন উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুল বলেন, শুধুমাত্র বিচারকাজে নিয়োজিত বিচারকদের বিষয়গুলো সুপ্রিম কোর্ট সচিবালয়ের হাতে যাবে। কিন্তু যারা অন্য কোনো প্রশাসনিক দায়িত্ব পালন করেন—যেমন নির্বাচন কমিশন, দুর্নীতি দমন কমিশন, প্রশিক্ষণ প্রতিষ্ঠান বা আইন কমিশনের মতো সরকারি প্রতিষ্ঠানে—তাদের নিয়ন্ত্রণ, শৃঙ্খলা ইত্যাদি বিষয় আইন মন্ত্রণালয়ের অধীনে থাকবে।

একটি মন্তব্য পোস্ট করুন