[tenolentSC] / results=[3] / label=[ছবি] / type=[headermagazine]

মিরসরাইয়ে মহাসড়ক বন্ধ করে বিএনপি প্রার্থীর পথসভা

প্রকাশঃ
অ+ অ-
মহাসড়কের একাংশ বন্ধ করে নির্বাচনী পথসভা করেছেন মিরসরাইয়ের বিএনপি মনোনীত এমপি প্রার্থী। বিকেল সাড়ে চারটায় উপজেলার সদরে পথচারী সেতু এলাকার ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক থেকে তোলা | ছবি: পদ্মা ট্রিবিউন 

চট্টগ্রামের মিরসরাইয়ে মহাসড়কের একাংশ বন্ধ করে নির্বাচনী পথসভা করেছেন বিএনপি মনোনীত সংসদ সদস্য প্রার্থী নুরুল আমিন। আজ বুধবার বেলা আড়াইটায় উপজেলা সদরের পথচারী–সেতুর দক্ষিণ পাশে ঢাকা–চট্টগ্রাম মহাসড়কের চট্টগ্রামমুখী লেনে এই পথসভা শুরু হয়ে বিকেল সাড়ে চারটায় শেষ হয়। এতে যানজটে দুর্ভোগে পড়েন যাত্রী ও চালকেরা।

খোঁজ নিয়ে জানা যায়, পথসভার কারণে চট্টগ্রামমুখী লেনে যান চলাচল বন্ধ ছিল। তবে ওই সময়ে মহাসড়কে ঢাকামুখী লেন দিয়ে চট্টগ্রামমুখী গাড়ি চলাচলের ব্যবস্থা করে পুলিশ। দুই লেনের গাড়ি এক লেনে চলায় সড়কে চাপ বাড়ে এবং ধীরগতি দেখা দেয়। এর ফলে উত্তর দিকের অছি মিয়া সেতু থেকে দক্ষিণ দিকের ডাকবাংলা এলাকা পর্যন্ত প্রায় এক কিলোমিটার এলাকায় যানজট হয়।

মহাসড়কে আটকে থাকা ঢাকামুখী লেনে কাঠবাহী একটি ট্রাকের চালক মো. শহিদুল্লাহ  বলেন, 'রাজনৈতিক সভার জন্য যানজটে আমি প্রায় ৩০ মিনিট আটকে ছিলাম। মহাসড়ক বন্ধ করে রাজনৈতিক কর্মসূচি আয়োজন কাম্য নয়।' 

পথসভা করার বিষয়ে জানতে চাইলে প্রার্থী নুরুল আমিন বলেন, 'আজ আমরা মিরসরাই পথসভার মাধ্যমে নির্বাচনী প্রচারণা শুরু করেছি। তবে অতিরিক্ত জনসমাগমের কারণে অল্প সময়ের জন্য সড়কে যান চলাচলে বিঘ্ন ঘটেছে। এজন্য সবার কাছে দুঃখ প্রকাশ করেছি।' 

মিরসরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আতিকুর রহমান  বলেন, 'সংসদ সদস্য প্রার্থী নুরুল আমিনের পথসভার জন্য আমাদের অনুমতি নেওয়া হয়েছিল। তারা ফুটপাতে সভা করার কথা জানিয়েছিলেন। কিন্তু লোকজন বেশি হওয়ায় মহাসড়কের একাংশ বন্ধ হলে আমরা ঢাকামুখী লেন দিয়ে দুই পাশের গাড়ি চলাচলের ব্যবস্থা করেছি। এতে পাঁচ থেকে সাত মিনিটের জন্য যানজট হয়েছে, তবে বড় কোনো সমস্যা হয়নি।' 

তিনি আরও বলেন, 'সামনে মহাসড়কে রাজনৈতিক সভা–সমাবেশ না করে কোনো মাঠে করতে রাজনৈতিক দলের নেতাদের সঙ্গে আমরা পরামর্শ করব।' 

পথসভায় নুরুল আমিন মহাসড়কের এক পাশে গাড়ি চলাচল বন্ধ থাকায় ব্যবসায়ী ও সাধারণ পথচারীদের কাছে দুঃখ প্রকাশ করেন। তিনি বলেন, 'প্রার্থী ঘোষণার আগ পর্যন্ত মিরসরাইয়ে বিএনপিতে আমরা হয়তো কিছুটা বিভক্ত ছিলাম। এখন আমরা ধানের শীষের জন্য একসঙ্গে লড়ব। আজ থেকে প্রত্যেকের পরিবারে, বাড়ি ও আশপাশের মানুষদের জনে জনে ধানের শীষ মার্কায় ভোট দেওয়ার আহ্বান জানাতে হবে।' 

পথসভায় আরও উপস্থিত ছিলেন মিরসরাই উপজেলা বিএনপির সাবেক সদস্যসচিব গাজী নিজাম উদ্দিন, সাবেক সাধারণ সম্পাদক আলমগীর, চট্টগ্রাম উত্তর জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক সরোয়ার উদ্দিন প্রমুখ। 

Fetching live reactions...
Was this article helpful?

Comments

Comments

Loading comments…
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন