[tenolentSC] / results=[3] / label=[ছবি] / type=[headermagazine]

শরীয়তপুরে বাড়ির শয়নকক্ষ থেকে নারীর লাশ উদ্ধার, পুলিশ বলছে হত্যা

প্রকাশঃ
অ+ অ-
লাশ উদ্ধারের পর বাড়ির সামনে স্বজনেরা কান্নায় ভেঙে পড়েন। মঙ্গলবার শরীয়তপুর শহরের রূপনগর এলাকায় | ছবি: পদ্মা ট্রিবিউন

শরীয়তপুর শহরের রূপনগর এলাকায় একটি বাড়ি থেকে এক নারীর লাশ উদ্ধার করেছে পুলিশ।  মঙ্গলবার দুপুরে সদরের পালং মডেল থানার পুলিশ বাড়িটির শয়নকক্ষ থেকে লাশ উদ্ধার করে। পুলিশের ধারণা, গলায় ওড়না পেঁচিয়ে তাকে শ্বাসরোধে হত্যা করা হয়েছে।

পুলিশ জানিয়েছে, নিহত নারীর নাম নাজমা বেগম (৪২)। তিনি নড়িয়া উপজেলার নশাসন কাজীকান্দি এলাকার বাসিন্দা। ছেলে নিরব কাজীর সঙ্গে রূপনগরের ওই বাসায় ভাড়া থাকতেন।

পালং মডেল থানার সূত্রে জানা যায়, নাজমা বেগমের তিন বছর আগে স্বামী বাশার কাজীর সঙ্গে বিবাহবিচ্ছেদ হয়। দুই বছর ধরে তিনি ছেলে নিরবকে নিয়ে জেলা শহরের রূপনগর এলাকার একটি বাড়িতে ভাড়া থাকতেন। ছেলে নিরব শহরের পালং তুলাসার গুরুদাস সরকারি উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণির ছাত্র। আজ মঙ্গলবার সকাল সাড়ে সাতটায় নিরব স্কুলে যাওয়ার জন্য বাসা থেকে বের হন। তখন তার মা ঘরের দরজা ভেতর থেকে বন্ধ করে দেন। স্কুল ছুটির পর বেলা দেড়টায় নিরব বাসায় ফিরে দরজা খোলা দেখে। ভেতরে ঢুকে ঘরের খাটের ওপর গলায় ওড়না পেঁচানো অবস্থায় মায়ের লাশ দেখতে পেয়ে চিৎকার করেন। প্রতিবেশীরা এসে খবর পেয়ে পুলিশকে জানায়।

নিহত নাজমার ভাই দ্বীন ইসলাম বলেন, ‘আমার বোনকে কেউ হত্যা করেছে। তার নিথর দেহ দেখে মনে হচ্ছে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে। তার ঘরে থাকা ৫–৬ লাখ টাকার মালামাল খোয়া গেছে।’

পালং মডেল থানার ওসি হেলাল উদ্দিন আহম্মেদ বলেন, ‘জেলা শহরের একটি ভবনের দোতলার ফ্ল্যাটে থাকতেন নাজমা বেগম। দিনের বেলায় তাঁর ফ্ল্যাটে প্রবেশ করে দুর্বৃত্তরা তাকে হত্যা করেছে বলে আমাদের ধারণা। আমরা তদন্ত শুরু করেছি। আশা করছি, দ্রুততম সময়ে হত্যাকাণ্ডের রহস্য উন্মোচন ও হত্যাকারীকে চিহ্নিত করতে পারব।’

একটি মন্তব্য করুন

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন