[tenolentSC] / results=[3] / label=[ছবি] / type=[headermagazine]

বাগেরহাটে সাংবাদিককে কুপিয়ে হত্যা

প্রকাশঃ
অ+ অ-

নিহত সাংবাদিক এ এস এম হায়াত উদ্দিন | ছবি: সংগৃহীত

বাগেরহাটে এক সাংবাদিককে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। শুক্রবার সন্ধ্যায় শহরের হাড়িখালি এলাকায় এ ঘটনার ঘটনা ঘটে।

নিহত এ এস এম হায়াত উদ্দিন (৪২) দৈনিক ভোরের চেতনা পত্রিকার নিজস্ব প্রতিবেদক ছিলেন। তিনি বাগেরহাট পৌর শহরের উত্তর হাড়িখালি এলাকায় থাকতেন।

হায়াত উদ্দিন সম্প্রতি বাগেরহাট পৌর বিএনপির সম্মেলনে সাংগঠনিক সম্পাদক পদে নির্বাচনে অংশ নিয়েছিলেন, কিন্তু পরাজিত হন। এর আগে তিনি পৌর বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ছিলেন।

ঘটনার প্রত্যক্ষদর্শী এক নারী জানান, শুক্রবার সন্ধ্যায় হাড়িখালি সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন মোড়ে একটি চায়ের দোকানে বসে ছিলেন হায়াত উদ্দিন। সাড়ে ছয়টার দিকে দুটি মোটরসাইকেলে করে চার–পাঁচ যুবক এসে হঠাৎ তাঁর ওপর হামলা চালায়। এ সময় তাঁকে ধারালো অস্ত্র দিয়ে কুপে গুরুতর জখম করা হয়। হামলাকারীরা পরে ঘটনাস্থল ত্যাগ করে।

জানা গেছে, স্থানীয়রা হায়াত উদ্দিনকে উদ্ধার করে প্রথমে বাগেরহাট জেলা হাসপাতালে নিয়ে যান। পরিস্থিতি গুরুতর হওয়ায় চিকিৎসকেরা দ্রুত তাঁকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। হাসপাতালে পৌঁছানোর পর চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

পুলিশ সূত্র জানায়, হায়াত উদ্দিন সামাজিক যোগাযোগমাধ্যমে মাদক ব্যবসা, ঠিকাদারি কাজের মান, রাজনৈতিক দুর্বৃত্তায়নসহ বিভিন্ন বিষয় নিয়ে সরব ছিলেন। তবে তাঁর বিরুদ্ধে মাদক ব্যবসার সঙ্গে জড়িত থাকার অভিযোগও রয়েছে। হায়াত উদ্দিনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে বাগেরহাট সদর থানায় মামলা আছে। কয়েক মাস আগে তার ওপর একবার হামলার ঘটনা ঘটেছিল।

বাগেরহাট মডেল থানার ওসি মাহমুদ-উল-হাসান জানান, 'হত্যাকাণ্ডের সঠিক কারণ খুঁজে বের করতে পুলিশ তদন্ত শুরু করেছে।' 

Fetching live reactions...
Was this article helpful?

Comments

Comments

Loading comments…
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন