[tenolentSC] / results=[3] / label=[ছবি] / type=[headermagazine]

চুয়াডাঙ্গায় বিএসএফের হাতে এক বাংলাদেশি আটক

প্রকাশঃ
অ+ অ-

বদর উদ্দীনের স্বজনদের আহাজারি। বুধবার দুপুরে চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার সীমান্ত ইউনিয়নের বেণিপুর গ্রামে | ছবি: পদ্মা ট্রিবিউন  

চুয়াডাঙ্গার জীবননগর উপজেলায় সীমান্তের শূন্যরেখা থেকে বদর উদ্দীন (৩৫) নামের এক বাংলাদেশিকে ভারতের সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) ধরে নিয়ে গেছে বলে জানিয়েছে তাঁর পরিবার।

বদর উদ্দীনের বাড়ি উপজেলার সীমান্ত ইউনিয়নের বেণিপুর গ্রামের স্কুলপাড়ায়। পরিবার জানায়, তিনি মূলত কৃষিকাজ করতেন। তবে স্থানীয় কিছু বাসিন্দার মতে, তিনি সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে লোক পাঠানোর সঙ্গে জড়িত ছিলেন।

পর্যবেক্ষক ও পরিবারের সদস্যদের বরাতে জানা গেছে, বুধবার বেলা ১১টার দিকে ভারতের পশ্চিমবঙ্গের নদীয়া জেলার নোনাগঞ্জ বিএসএফ ক্যাম্পের সদস্যরা বদর উদ্দীনকে ধরে নিয়ে যায়।

বেণিপুর গ্রামের শিলন মিয়া বলেন, 'সকাল ৯টার দিকে কয়েকজন বাংলাদেশি অবৈধভাবে ভারতে প্রবেশ করেন। দেশে ফেরার সময় সীমান্তে বদর উদ্দীনসহ তিনজনকে ধরে ফেলে বিএসএফ। এরপর ধস্তাধস্তি শুরু হয়। অন্য দুজন দৌড়ে দেশের ভেতরে চলে আসে, আর বদর উদ্দীনের উপর বিএসএফ সদস্যরা রাইফেলের বাঁট দিয়ে আঘাত করেন। পরে তাঁকে ভারতের ভেতরে নিয়ে যায়। ধারণা করা হচ্ছে, পিটুনিতে তিনি মারা গেছেন।' 

এক গ্রামবাসী নাম প্রকাশ না করার শর্তে বলেন, 'বদর উদ্দীন ও তাঁর সঙ্গীরা সীমান্ত দিয়ে পাঁচ-ছয়জনকে অবৈধভাবে ভারতে পাঠাচ্ছিলেন। এই কাজের সময় তাঁকে বিএসএফ ধরেছে।'

বিজিবির মহেশপুর ব্যাটালিয়নের (৫৮ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল রফিকুল আলম বলেন, 'আমরা অসমর্থিত সূত্র থেকে জানতে পেরেছি বিএসএফ একজন বাংলাদেশিকে ধরে নিয়েছে। এ বিষয়ে বিএসএফের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হচ্ছে।'  

Fetching live reactions...
Was this article helpful?

Comments

Comments

Loading comments…
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন