সোনার দাম ছুটছেই, এবার ভরিতে ৭ হাজার টাকা বাড়বে
সোনা | প্রতীকী ছবি |
দেশের বাজারে সোনার দাম যেন পাগলা ঘোড়ার মতো ছুটছে। বৃহস্পতিবার থেকে প্রতি ভরি সোনার দাম আবারও বাড়ছে প্রায় সাত হাজার টাকা। এ নিয়ে তিন দিন ধরে দেশের বাজারে সোনার দাম অবিরত বাড়ছে, ফলে নতুন রেকর্ড তৈরি হবে।
একবারে ভরিপ্রতি সোনার দাম বাড়ছে ৬ হাজার ৯০৬ টাকা। এর ফলে বৃহস্পতিবার থেকে ভালো মানের প্রতি ভরি সোনার দাম দাঁড়াবে ২ লাখ ৯ হাজার টাকা, যা দেশের ইতিহাসে সর্বোচ্চ। সোনার সঙ্গে রুপার দামও বাড়ছে। ভালো মানের এক ভরি রুপার দাম ছাড়াবে প্রায় পাঁচ হাজার টাকা, যা আগে কখনো হয়নি।
বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস) বুধবার রাতে সোনার দাম সমন্বয় করে এই ঘোষণা দিয়েছে। নতুন দাম বৃহস্পতিবার থেকে কার্যকর হবে। সমিতি জানিয়েছে, দাম বাড়ার পেছনে আন্তর্জাতিক বাজারে খাঁটি সোনার মূল্যের বৃদ্ধি রয়েছে। বিশ্ববাজারে বর্তমানে প্রতি আউন্স সোনার দাম চার হাজার ডলার ছাড়িয়েছে, যা ইতিহাসের সর্বোচ্চ।
চলতি সপ্তাহে বাজুস চার দফা সোনার দাম বাড়িয়েছে। এর মধ্যে মঙ্গলবার দাম পৌঁছায় ভরিতে দুই লাখ টাকার মাইলফলকে। আজ তা বেড়ে হয়েছে ২ লাখ ২ হাজার ১৯৫ টাকা। ২৬ মাস আগে একই ভরির সোনার দাম ছিল ১ লাখ টাকা।
মূল্য বৃদ্ধি অনুযায়ী, বৃহস্পতিবার থেকে হলমার্ক করা ২২ ক্যারেট সোনার প্রতি ভরি দাম হবে ২ লাখ ৯ হাজার ১০১ টাকা। ২১ ক্যারেটের দাম ১ লাখ ৯৯ হাজার ৫৯৪ টাকা, ১৮ ক্যারেট ১ লাখ ৭১ হাজার ৮৮ টাকা এবং সনাতন পদ্ধতির সোনা বিক্রি হবে ১ লাখ ৪২ হাজার ৩০১ টাকায়।
বুধবার পর্যন্ত ২২ ক্যারেট সোনা ভরিতে বিক্রি হয়েছে ২ লাখ ২ হাজার ১৯৫ টাকায়। ২১ ক্যারেট ১ লাখ ৯৩ হাজার ৪ টাকা, ১৮ ক্যারেট ১ লাখ ৬৫ হাজার ৪৩১ টাকা এবং সনাতন পদ্ধতির সোনা ১ লাখ ৩৭ হাজার ৪৭২ টাকায় বিক্রি হয়েছে। বৃহস্পতিবার থেকে ২২ ক্যারেট সোনায় দাম বাড়বে ৬ হাজার ৯০৬ টাকা, ২১ ক্যারেটে ৬ হাজার ৫৯০ টাকা, ১৮ ক্যারেটে ৫ হাজার ৬৫৭ টাকা এবং সনাতন পদ্ধতির সোনায় ৩ হাজার ৫৬ টাকা।
মূল্য বৃদ্ধি অনুযায়ী, বৃহস্পতিবার থেকে ২২ ক্যারেটের প্রতি ভরি রুপার দাম হবে ৪ হাজার ৯৫১ টাকা। ২১ ক্যারেট রুপা ৪ হাজার ৭৪৭ টাকা, ১৮ ক্যারেট ৪ হাজার ৭১ টাকা এবং সনাতন পদ্ধতির রুপার দাম ৩ হাজার ৫৬ টাকা ভরি। ২২ ক্যারেট রুপার দাম বেড়েছে ২৯৭ টাকা।
একটি মন্তব্য পোস্ট করুন