[tenolentSC] / results=[3] / label=[ছবি] / type=[headermagazine]

রাজশাহীতে রেফ্রিজারেটরের কিস্তির জন্য মারধর, দোকানেই ‘বিষপানে’ ভ্যানচালকের মৃত্যু

প্রকাশঃ
অ+ অ-
ভ্যানচালক হাশেম মণ্ডল | ছবি: সংগৃহীত

রাজশাহীর মোহনপুরে কিস্তিতে রেফ্রিজারেটর কিনে ভাড়া পরিশোধে সমস্যা হওয়ায় অটোভ্যানচালক হাশেম মণ্ডল শনিবার সন্ধ্যায় মারা গেছেন। গত বৃহস্পতিবার তিনি স্থানীয় একটি ইলেকট্রনিকস দোকানে বিষ পান করেন। দুই দিন রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন থাকার পর মারা যান। ময়নাতদন্ত শেষে রোববার দুপুরে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

হাশেম মণ্ডল মোহনপুর উপজেলার সইপাড়া গ্রামের মেছের মণ্ডলের ছেলে। তাঁর স্ত্রী সালমা বেগম জানান, হাশেম কেশরহাট পৌর এলাকার ‘আলিফ মীম এন্টারপ্রাইজ’ নামের দোকান থেকে কিস্তিতে রেফ্রিজারেটর কিনেছিলেন। নিয়মিত কিস্তি পরিশোধের পরও বিক্রয়কেন্দ্রের মালিক আকরাম আলী ও তাঁর সহযোগীরা বকেয়া ১০ হাজার টাকা এবং সুদ বাবদ আরও ১০ হাজার টাকা দাবিতে দীর্ঘদিন চাপ সৃষ্টি করছিলেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার সকালে হাশেম যাত্রী নিয়ে কেশরহাট বাজারে গেলে বিক্রয়কেন্দ্রের মালিক আকরাম আলী, তাঁর ছোট ভাই আকতার হোসেন ও কয়েকজন কর্মচারী মিলে হাশেমের অটোভ্যান জোরপূর্বক কেড়ে নেন এবং মারধর করেন। অপমান সহ্য করতে না পেরে হাশেম দোকান থেকেই বিষ পান করেন। পরে দোকানের কর্মচারীরা তাঁকে বাইরে ফেলে চলে যান।

স্থানীয়রা হাশেমকে উদ্ধার করে মোহনপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেন। চিকিৎসক ভর্তি না নিয়ে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। সেখানে দুই দিন চিকিৎসাধীন থাকার পর শনিবার সন্ধ্যা সাড়ে ছয়টায় হাশেম মারা যান।

ঘটনার পর বিক্রয়কেন্দ্রের মালিক আকরাম আলী ও তাঁর ভাই আকতার হোসেন কেশরহাটে তাঁদের দুটি দোকান বন্ধ করে পালিয়ে যান। স্থানীয় সূত্রে জানা গেছে, তারা তৃতীয় পক্ষের মাধ্যমে তিন লাখ টাকায় বিষয়টি মীমাংসা করার চেষ্টা করছেন।

মোহনপুর থানার ওসি আতাউর রহমান রোববার সন্ধ্যায় বলেন, 'রেফ্রিজারেটরের কিস্তি পরিশোধে অটোভ্যান কেড়ে নেওয়ার ঘটনা ঘটেছে। এর ফলে হাশেম বিষপান করেন এবং রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে মারা যান। লাশ ময়নাতদন্তের জন্য রাজপাড়া থানাকে দেওয়া হয়েছে। তবে এখন পর্যন্ত কেউ থানায় মামলা করেননি।' 

Fetching live reactions...
Was this article helpful?

Comments

Comments

Loading comments…
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন