[tenolentSC] / results=[3] / label=[ছবি] / type=[headermagazine]

৫ দফা দাবি না মানলে কঠোর কর্মসূচির ঘোষণা

প্রকাশঃ
অ+ অ-
জুলাই সনদের আইনভিত্তি ও পিআর পদ্ধতিতে নির্বাচনসহ পাঁচ দফা দাবিতে সিলেট মহানগর জামায়াতের গণমিছিল। আজ শুক্রবার দুপুরে নগরের জিন্দাবাজার এলাকায় | ছবি: পদ্মা ট্রিবিউন 
 
জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল এহসানুল মাহবুব জুবায়ের বলেছেন, ‘জুলাই সনদের আইনি ভিত্তি, পিআর পদ্ধতির নির্বাচনসহ পাঁচ দফা দাবি করায় বলা হচ্ছে, আমরা নাকি নির্বাচন চাই না। অথচ এক বছর আগেই ২০০ আসনে আমরা প্রার্থী মনোনয়ন দিয়েছি। বড় দলটির একটি আসনে এখনো ১০ জনের বেশি প্রার্থী কাজ করছেন। প্রার্থী ঘোষণা করে দেখেন না, তৃতীয় বিশ্বযুদ্ধ শুরু হয়ে যাবে।’

আজ শুক্রবার দুপুরে সিলেটে জামায়াতের কেন্দ্রঘোষিত বিক্ষোভ কর্মসূচির অংশ হিসেবে আয়োজিত গণমিছিলপূর্ব সংক্ষিপ্ত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন এহসানুল মাহবুব। নগরের কোর্ট পয়েন্ট এলাকায় এই কর্মসূচির আয়োজন করে সিলেট মহানগর জামায়াত।

অন্তর্বর্তী সরকারকে জুলাই সনদের ভিত্তিতে জাতীয় নির্বাচন আয়োজন করতে হবে উল্লেখ করে এহসানুল মাহবুব আরও বলেন, ‘কেউ কেউ পিআর (সংখ্যানুপাতিক প্রতিনিধিত্ব) বোঝেন না। সময় গেলে এটাও বুঝবেন। কেয়ারটেকার (তত্ত্বাবধায়ক সরকার) পদ্ধতির মতো পিআর পদ্ধতিও এ দেশে কার্যকর এবং গ্রহণযোগ্য হবে। জুলাই সনদের আইনি ভিত্তি প্রদানসহ জামায়াত ঘোষিত পাঁচ দফা দাবি মেনে নিন। অন্যথায় আবার গণ–আন্দোলনের সূচনা হবে।’

এহসান মাহবুব বলেন, পিআর পদ্ধতি নিয়ে মানুষকে বিভ্রান্ত করা হচ্ছে, ভুল বোঝানো হচ্ছে। অথচ পিআর পদ্ধতি চালু হলে বেশি ভোট পড়বে, মনোনয়ন–বাণিজ্য বন্ধ হবে, আর জনগণের ভোটের সঠিক মূল্যায়ন হবে। তাই আগামী নির্বাচন পিআর পদ্ধতিতে হওয়া দরকার। স্বৈরশাসকের সঙ্গে থাকা জাতীয় পার্টিসহ ১৪ দলকে নিষিদ্ধ করতে হবে। সব দলের জন্য সমান সুযোগ নিশ্চিত করতে হবে। না হলে জুলাই গণ–অভ্যুত্থানের জন–আকাঙ্ক্ষা পূরণ হবে না।

জুলাই সনদের আইনি ভিত্তি, পিআর পদ্ধতিতে নির্বাচনসহ পাঁচ দফা দাবিতে বিক্ষোভ সমাবেশ শেষে কোর্ট পয়েন্ট থেকে গণমিছিল বের হয়। মিছিলটি নগরের প্রধান সড়ক ঘুরে চৌহাট্টা মোড়ে গিয়ে শেষ হয়। এতে সিলেট মহানগর ও বিভিন্ন থানা, ওয়ার্ড ও ইউনিটের নেতা–কর্মীরা অংশ নেন।

মিছিলপূর্ব সংক্ষিপ্ত সমাবেশে সভাপতিত্ব করেন জামায়াতের কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও সিলেট মহানগরের আমির মুহাম্মদ ফখরুল ইসলাম। সহকারী সেক্রেটারি জাহেদুর রহমান চৌধুরী ও মাওলানা ইসলাম উদ্দিনের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন জামায়াতের কেন্দ্রীয় মজলিশে শুরা সদস্য ও সিলেট জেলার আমির হাবিবুর রহমান। আরও বক্তব্য দেন জেলার নায়েবে আমির আবদুল হান্নান, মহানগরের নায়েবে আমির নূরুল ইসলাম, দক্ষিণ সুরমা উপজেলার সাবেক চেয়ারম্যান লোকমান আহমদ, শ্রমিক কল্যাণ ফেডারেশনের মহানগর সভাপতি জামিল আহমদ, ইসলামী ছাত্রশিবির সিলেট মহানগর সভাপতি শাহীন আহমদ এবং শাবিপ্রবি শিবির সভাপতি তারেক মনোয়ার প্রমুখ।

এদিকে শুক্রবার দুপুরে খেলাফত মজলিস সিলেট মহানগর শাখার উদ্যোগে জাতীয় সংসদের উচ্চকক্ষে পিআর পদ্ধতিতে নির্বাচন ও জুলাই সনদের আইনি ভিত্তি প্রদানের দাবিতে ছয় দফা কর্মসূচির অংশ হিসেবে গণমিছিল ও সংক্ষিপ্ত সমাবেশ হয়। দুপুরে নগরের বন্দরবাজার থেকে শুরু হওয়া মিছিলটি প্রধান সড়ক ঘুরে চৌহাট্টা এলাকায় গিয়ে সমাবেশে মিলিত হয়।

মহানগর সভাপতি তাজুল ইসলাম হাসানের সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথি ছিলেন খেলাফত মজলিসের কেন্দ্রীয় সহসাংগঠনিক সম্পাদক আবদু হান্নান। মহানগরের সাংগঠনিক সম্পাদক মনজুরে মাওলার সঞ্চালনায় বক্তব্য দেন সহসভাপতি শাহ আশিকুর রহমান, জেলার সহসভাপতি মুখলিসুর রহমান, মহানগরের সহসভাপতি শামসুদ্দিন মুহাম্মদ ইলয়াস, আবদুল হান্নান তাপাদার, মুহাম্মদ ফয়জুল হক, ইমদাদুল হক নোমানী ও জেলা শাখার সাধারণ সম্পাদক দিলওয়ার হোসাইন প্রমুখ। 

সিলেটে জামায়াতের বিক্ষোভ

একটি মন্তব্য করুন

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন