[tenolentSC] / results=[3] / label=[ছবি] / type=[headermagazine]

জাবিতে র‍্যাগিংয়ের অভিযোগে ১৬ শিক্ষার্থী বহিষ্কার

প্রকাশঃ
অ+ অ-
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় | ফাইল ছবি

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় প্রশাসন নবীন শিক্ষার্থীদের র‍্যাগিংয়ের অভিযোগে প্রাণরসায়ন ও অণুপ্রাণবিজ্ঞান বিভাগের দ্বিতীয় বর্ষের (৫৩তম ব্যাচ) ১৬ শিক্ষার্থীকে সাময়িকভাবে বহিষ্কার করেছে। বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ কার্যালয়ের ভারপ্রাপ্ত পরিচালক মোহাম্মদ মহিউদ্দিন সোমবার সন্ধ্যায় স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।

বহিষ্কৃত শিক্ষার্থীদের মধ্যে ২১ নম্বর হলের তানভীর রহমান মুন, আবদুল্লাহ আল ফাহাদ ও আবদুল্লাহ আল সাঈদ; শহীদ রফিক–জব্বার হলের আবু তালহা রনি, রাজীব শেখ ও তাসনিমুল হাসান জুবায়ের; মওলানা ভাসানী হলের এস এম মাহামুদুন্নবী, মো. আবু সাইদ, জান্নাতুল আদন ও আহম্মেদ আরেফিন রাতুল; আ ফ ম কামালউদ্দিন হলের মাহামুদুল হাসান ফুয়াদ, আল হাসিব, আবদুল্লাহ আল নোমান ও উশান্ত ত্রিপুরা; এবং মীর মশাররফ হোসেন হলের রাকিবুল হাসান (নিবির) ও জাহিদুল ইসলাম রয়েছেন। তাঁরা সবাই প্রাণরসায়ন ও অণুপ্রাণবিজ্ঞান বিভাগের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী।

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর কার্যালয় জানায়, গত রোববার রাতে ২১ নম্বর হলের ৪০৩ নম্বর কক্ষে র‍্যাগিংয়ের ঘটনা ঘটে। অভিযোগের ভিত্তিতে প্রশাসন সংশ্লিষ্ট ১৬ শিক্ষার্থীকে সাময়িক বহিষ্কার করেছে।

ভুক্তভোগী ও প্রত্যক্ষদর্শীরা জানান, রোববার রাতে বিভাগটির দ্বিতীয় বর্ষের শিক্ষার্থীরা নবীনদের প্রথমে রফিক–জব্বার চত্বরে ডেকে নিয়ে যান। পরে তাঁদের ২১ নম্বর হলের ৪০৩ নম্বর কক্ষে যেতে বলা হয়। কক্ষে প্রবেশের পর নবীনদের শার্টের হাতা গুটিয়ে দুই সারিতে দাঁড়াতে এবং মোবাইল বন্ধ রাখতে বলা হয়।

দরজা–জানালা বন্ধ করে আলো নিভিয়ে ১৫ থেকে ২০ মিনিট নবীনদের দাঁড় করানো হয়। এ সময়ে হলের নিয়মকানুন ও শৃঙ্খলা মেনে চলার বিষয়ে বিভিন্ন প্রশ্ন করা হয়। খবর পেয়ে হল সংসদের নেতা, নিরাপত্তাকর্মী ও সাংবাদিকেরা ঘটনাস্থলে পৌঁছান।

বহিষ্কৃত শিক্ষার্থীরা র‍্যাগিংয়ের অভিযোগ অস্বীকার করেছেন। তারা জানিয়েছেন, নবীনবরণ অনুষ্ঠানের প্রস্তুতি নিয়ে আলোচনা করতে জুনিয়রদের ডাকা হয়েছিল। গরমের কারণে আলো নেভানো হয়েছিল এবং পাশের কক্ষে পরীক্ষার্থী থাকার কারণে শব্দ না হয়, এজন্য দরজা–জানালা বন্ধ রাখা হয়েছিল।

২১ নম্বর হলের প্রাধ্যক্ষ বোরহান উদ্দিন বলেন, 'আমরা হল সংসদের প্রতিনিধি, কিছু শিক্ষার্থী ও হলের কয়েকজন স্টাফসহ তাদের হাতেনাতে ধরেছি। এটা বিশ্ববিদ্যালয়ের শৃঙ্খলার পরিপন্থী কাজ।' বিশ্ববিদ্যালয়ের প্রক্টর এ কে এম রাশিদুল আলম জানান, র‍্যাগিংয়ের ঘটনায় ১৬ শিক্ষার্থীকে সাময়িকভাবে বহিষ্কার করা হয়েছে।

এ ঘটনা তদন্তে বিশ্ববিদ্যালয় প্রশাসন তিন সদস্যের একটি কমিটি গঠন করেছে। মওলানা ভাসানী হলের প্রাধ্যক্ষ মো. কামরুজ্জামানকে সভাপতি করে গঠিত কমিটির অন্য সদস্যরা হলেন সহকারী প্রক্টর মো. আল–আমিন খান ও ডেপুটি রেজিস্ট্রার (উচ্চশিক্ষা ও বৃত্তি) লুৎফর রহমান আরিফ। কমিটিকে আগামী ২১ কর্মদিবসের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে। 

Fetching live reactions...
Was this article helpful?

Comments

Comments

Loading comments…
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন