[tenolentSC] / results=[3] / label=[ছবি] / type=[headermagazine]

পিরোজপুরে দুর্বৃত্তদের হামলায় জামায়াত নেতা আহত

প্রকাশঃ
অ+ অ-
হামলায় আহত জামায়াত নেতা মো. মাসুম বিল্লাহ। গতকাল রাতে পিরোজপুর জেলা সদর হাসপাতালে | ছবি: পদ্মা ট্রিবিউন

পিরোজপুরে মানববন্ধন শেষে বাড়ি ফেরার পথে জামায়াতের এক নেতাকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করেছে দুর্বৃত্তরা। গতকাল বুধবার সন্ধ্যা সাতটার দিকে সদর উপজেলার শংকরপাশা ইউনিয়নের বাঁশবাড়িয়া গ্রামে এ ঘটনা ঘটে।

আহত মাসুম বিল্লাহ (৫০) ওই এলাকার বাসিন্দা ও শংকরপাশা ইউনিয়নের জামায়াতে ইসলামীর সাংগঠনিক সম্পাদক।

প্রত্যক্ষদর্শীদের কয়েকজন জানান, বিকেলে পিরোজপুর শহরের টাউনক্লাব রোডে মানববন্ধন কর্মসূচির আয়োজন করে জামায়াত। সেখান থেকে বাড়ি ফেরার পথে সন্ধ্যায় বাঁশবাড়িয়া গ্রামে নিজ বাড়ির অদূরে মাসুম বিল্লাহকে পেছন থেকে ঘিরে ধরে ১০–১২ জন। তাঁকে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে পালিয়ে যায় তারা। চিৎকার শুনে আশপাশের লোকজন মাসুমকে উদ্ধার করে পিরোজপুর জেলা সদর হাসপাতালে নিয়ে যান।

হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক আসিফ হোসেন বলেন, মাসুম বিল্লাহর মাথায় গুরুতর জখম হয়েছে। প্রাথমিক চিকিৎসা শেষে তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মাসুম বিল্লাহ বলেন, ‘পেছন থেকে আমার মাথায় প্রথম কোপ দেয় দুর্বৃত্তরা। মাথা থেকে রক্ত বের হওয়ার পর এলোপাতাড়ি আরও দুটি কোপ দেয় তারা। এটা পূর্বশত্রুতা ও পরিকল্পিতভাবে আমাকে আক্রমণ করেছে। আমি বিচার চাই।’

মাসুম বিল্লাহর স্ত্রী আঁখি খানম বলেন, ‘আমি হামলাকারীদের চিনি, তারা একই এলাকার লোক। অনেক আগে থেকেই তাদের সঙ্গে আমাদের জমিজমা নিয়ে বিরোধ চলছে। আমার স্বামীকে হত্যার উদ্দেশ্যে আক্রমণ করেছে তারা।’

এ বিষয়ে অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন পিরোজপুর সদর থানার ওসি রবিউল ইসলাম।

একটি মন্তব্য করুন

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন