সাবেক সংসদ সদস্য তহুরা আলী মারা গেছেন
![]() |
| বেগম তহুরা আলী | ছবি: মেহের আফরোজ শাওনের ফেসবুক থেকে |
জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের সাবেক সদস্য বেগম তহুরা আলী ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
আজ বৃহস্পতিবার ভোরে রাজধানীর ইউনাইটেড হাসপাতালে তিনি মারা যান। তহুরা আলীর বয়স হয়েছিল ৭২ বছর। তিনি অভিনেত্রী মেহের আফরোজ শাওনের মা।
তহুরা আলীর স্বামী মোহাম্মদ আলী, যিনি জামালপুর জেলা আওয়ামী লীগের সাবেক উপদেষ্টামণ্ডলীর সদস্য।
১৯৯৬ থেকে ২০০১ পর্যন্ত তহুরা আলী প্রথম দফায় সংসদ সদস্য (জামালপুর, শেরপুর) হিসেবে দায়িত্ব পালন করেন। দ্বিতীয় দফায় ২০০৯ থেকে ২০১৪ পর্যন্ত তিনি সংসদ সদস্য (ফেনী) ছিলেন।
তহুরা আলীর জন্ম ফেনীতে। তিনি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে রসায়নে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেছেন। তিনি হাবীবুল্লাহ বাহার কলেজে শিক্ষকতাও করেছেন। এছাড়া সিটিজেন মার্কেটিং লিমিটেডের চেয়ারম্যানের দায়িত্বও পালন করেছেন।

Comments
Comments