[tenolentSC] / results=[3] / label=[ছবি] / type=[headermagazine]

ফুটপাত থেকে উদ্ধার নবজাতক

প্রকাশঃ
অ+ অ-

নবজাতক | প্রতীকী ছবি

সিরাজগঞ্জের উল্লাপাড়া পৌর শহরের ফুটপাতে এক নবজাতকের জন্ম হয়েছে। স্থানীয় লোকজন দ্রুত মা ও নবজাতককে হাসপাতালে ভর্তি করলেও কিছুক্ষণ পর সন্তান রেখে পালিয়ে যান মা।

উপজেলা প্রশাসন ও প্রত্যক্ষদর্শীরা জানান, আজ মঙ্গলবার ভোরে পৌর এলাকার একটি বেসরকারি হাসপাতালের সামনে প্রসবযন্ত্রণায় কাতর এক নারীর কান্না শুনে স্থানীয় লোকজন সেখানে যান। গিয়ে তাঁরা দেখেন, ফুটপাতেই জন্ম নিয়েছে ফুটফুটে এক কন্যাশিশু। পরে মা ও শিশুকে হাসপাতালে ভর্তি করা হয়। কিছুক্ষণ পর নবজাতককে হাসপাতালে রেখে মা পালিয়ে যান।

উল্লাপাড়া উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা নিলুফা ইয়াসমিন বলেন, ধারণা করা হচ্ছে, ওই নারী মানসিকভাবে অসুস্থ। নবজাতকটি বর্তমানে সুস্থ আছে। ইতিমধ্যে অনেকেই শিশুটিকে দত্তক নিতে আগ্রহ প্রকাশ করেছেন। উপজেলা শিশু কল্যাণ বোর্ডের সিদ্ধান্ত অনুযায়ী একজন দায়িত্বশীল ও উপযুক্ত মানুষের কাছে শিশুটিকে হস্তান্তর করা হবে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা আবু সালেহ মোহাম্মদ হাসনাত বলেন, এ পর্যন্ত অন্তত ১০টি পরিবার শিশুটিকে দত্তক নেওয়ার প্রস্তাব দিয়েছে। বিষয়টি যাচাই–বাছাই করা হচ্ছে।

Fetching live reactions...
Was this article helpful?

Comments

Comments

Loading comments…
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন