[tenolentSC] / results=[3] / label=[ছবি] / type=[headermagazine]

বিসিবি নির্বাচন থেকে সরে দাঁড়ালেন তামিম ইকবাল

প্রকাশঃ
অ+ অ-

মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে সংবাদ সম্মেলনে তামিম ইকবাল | ছবি: পদ্মা ট্রিবিউন    

গুঞ্জন ছিল আগেই, সেটিই আজ সত্য হলো। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নির্বাচনে অংশ নিচ্ছেন না সাবেক অধিনায়ক তামিম ইকবাল। শুধু তিনি নন, সরকারি হস্তক্ষেপের অভিযোগ তুলে আরও কয়েকজন হেভিওয়েট প্রার্থীও মনোনয়নপত্র প্রত্যাহার করেছেন।

মনোনয়নপত্র প্রত্যাহারের পর মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন তামিম। তিনি বলেন, ‘বাংলাদেশ ক্রিকেটের ফিক্সিং বন্ধ করার আগে নির্বাচনের ফিক্সিং বন্ধ করেন।’

তামিম জানান, তাঁর সঙ্গে আরও প্রায় ১৪–১৫ জন প্রার্থী মনোনয়নপত্র প্রত্যাহার করেছেন। তাঁর ভাষায়, ‘কারণটা খুব স্পষ্ট। বিস্তারিত বলার কিছু নেই। নির্বাচন কোন দিকে যাচ্ছে, সেটা এখন পরিষ্কার। যখন যেমন মনে হচ্ছে, তখন তেমনই সিদ্ধান্ত নেওয়া হচ্ছে। এটা আসলেই নির্বাচন নয়, ক্রিকেটের সঙ্গে এর কোনো মিল নেই।’

তামিমের অভিযোগ, যাঁরা নির্বাচন থেকে সরে গেছেন, তাঁরা সবাই হেভিওয়েট প্রার্থী এবং শক্তিশালী ভোটব্যাংক ছিল তাঁদের। তিনি বলেন, ‘এটা আমাদের প্রতিবাদ। আমরা এই নোংরামির অংশ হতে পারি না। বাংলাদেশ ক্রিকেট এটা ডিজার্ভ করে না। আজ ক্রিকেট শতভাগ হেরে গেছে। আগে নির্বাচনের ফিক্সিং বন্ধ হোক, তারপর ক্রিকেটের ফিক্সিং নিয়ে ভাবুন। এই নির্বাচন বাংলাদেশ ক্রিকেটে কালো দাগ হয়ে রইল।’

তামিম ছাড়াও বিএনপি নেতা সালাহউদ্দিন আহমদের ছেলে সাইদ ইবরাহিম, আমির খসরু মাহমুদ চৌধুরীর ছেলে ইসরাফিল খসরু, মির্জা আব্বাসের ছেলে মির্জা ইয়াসির আব্বাসসহ আরও কয়েকজন প্রার্থী মনোনয়নপত্র প্রত্যাহার করেছেন।

ইন্দিরা রোড ক্লাবের হয়ে পরিচালক পদে প্রতিদ্বন্দ্বিতা করতে চাওয়া রফিকুল ইসলামও সরে দাঁড়িয়েছেন। তিনি বলেন, ‘আমরা প্রতিদ্বন্দ্বিতামূলক নির্বাচন চেয়েছিলাম। ২০০৫ সালে আমরা এমন নির্বাচন দেখেছি। কিন্তু এবার সেই পরিবেশ নেই। সমঝোতার কথাগুলো শুধু গুজব ছিল, আসলে কোনো ভিত্তি ছিল না।’

শেষ খবর পাওয়া পর্যন্ত বিসিবি নির্বাচন থেকে ১১ জন মনোনয়নপত্র প্রত্যাহার করেছেন। ক্যাটাগরি ১ থেকে মনোনয়নপত্র প্রত্যাহার করেছেন মির হেলাল, ক্যাটাগরি ৩ থেকে মনোনয়নপত্র প্রত্যাহার করেন সিরাজ উদ্দিন আলমগীর।

ক্যাটাগরি ২ থেকে মনোনয়নপত্র প্রত্যাহার করেছেন তামিম ইকবাল, সাইদ ইবরাহিম (বিএনপি নেতা সালাহউদ্দিন আহমেদের ছেলে), ইসরাফিল খসরু (বিএনপি নেতা আমির খসরু মাহমুদ চৌধুরীর ছেলে), রফিকুল ইসলাম বাবু, বোরহানুল পাপ্পু, মাসুদুজ্জামান, আসিফ রব্বানি, মির্জা ইয়াসির আব্বাস (বিএনপি নেতা মির্জা আব্বাসের ছেলে) ও সাব্বির আহমেদ রুবেল।

চূড়ান্ত প্রার্থীর তালিকা আজ বেলা দুইটায় ঘোষণা করার কথা নির্বাচন কমিশনের।

একটি মন্তব্য করুন

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন