[tenolentSC] / results=[3] / label=[ছবি] / type=[headermagazine]

লালনের আখড়াবাড়িতে মানুষের ভিড়ে মুঠোফোন চুরি, আটক ৬

প্রকাশঃ
অ+ অ-
ছেঁউড়িয়ায় ফকির লালন শাহর তিরোধান দিবস উপলক্ষে আয়োজিত উৎসবে মুঠোফোন চুরির ঘটনায় আটক ব্যক্তিদের থানায় নেওয়া হচ্ছে | ছবি: পদ্মা ট্রিবিউন 

কুষ্টিয়ার কুমারখালীর ছেঁউড়িয়ায় ফকির লালন শাহর তিরোধান দিবস উপলক্ষে আয়োজিত উৎসবে লাখো মানুষের ঢল নেমেছে। লালন স্মরণোৎসবে এত বড় জনসমাগম কয়েক দশকে দেখা যায়নি বলে জানিয়েছেন বাউল, সাধক, ফকির ও লালনভক্তরা। তবে এই উৎসবে কিছু মুঠোফোন চুরির ঘটনা ঘটে। পুলিশের তদন্তে সন্দেহভাজন ছয়জনকে আটক করা হয়েছে।

আজ শনিবার দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন কুমারখালী থানার পরিদর্শক (তদন্ত) মো. আমিরুল ইসলাম। তিনি জানান, গতকাল শুক্রবার উৎসবের প্রথম দিন অন্তত ১৪ জন ভুক্তভোগী থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন। এছাড়া আরও অর্ধশতাধিক মানুষ মৌখিকভাবে অভিযোগ জানিয়েছেন। তবে এখন পর্যন্ত কোনো ফোন উদ্ধার করা সম্ভব হয়নি।

আটক ব্যক্তিরা হলেন সিরাজগঞ্জের শামিম তালুকদার (২৮), নেত্রকোনার সেফায়েত উল্লাহ (১৯), কুষ্টিয়ার মো. সজিব (১৯), মৌলভীবাজারের রমজান আলী (২৬), ময়মনসিংহের রাজিব মিয়া (২০) ও পাবনার আবদুল মালেক (২৫)।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, শনিবার সকাল থেকেই কুমারখালী থানায় ভিড় করছেন ভুক্তভোগীরা।

উপজেলার সদকী ইউনিয়নের স্কুলশিক্ষক পলাশ কুমার বিশ্বাস জানান, শুক্রবার রাতে লালন মেলায় গিয়ে তাঁর মুঠোফোন হারিয়ে যায়। তিনি থানায় জিডি করেছেন। ফরিদপুরের মো. বিল্লাল বিশ্বাসও অভিযোগ করেছেন, ভিড়ের মধ্যে এক চক্র পকেট থেকে মুঠোফোন বের করে নিচ্ছে। তিনি জানিয়েছিলেন, প্রথম দিনই কয়েক শ ফোন চুরির ঘটনা ঘটেছে।

এক সংগীতশিল্পী জানিয়েছেন, মূল মঞ্চে অনুষ্ঠান শেষে সড়কে উঠতেই তাঁর ব্যাগ থেকে ফোন চুরি হয়। স্থানীয় এক সাংবাদিকও একই রাতে ফোন হারিয়েছেন। চুয়াডাঙ্গার ব্যবসায়ী তানবিন ইসলাম রাব্বি বলেন, আখড়াবাড়ি এলাকার কয়েক কিলোমিটারজুড়ে যানজট ছিল। রাত ৯টা ৪০ মিনিটে তাঁর স্মার্টফোন চুরি হয়, যেটিতে গুরুত্বপূর্ণ নথি ছিল। তিনি থানায় জিডি করেছেন।

শুক্রবার রাত একটার দিকে আখড়াবাড়ি, প্রবেশপথ, মেলার মাঠসহ আশপাশের এলাকায় মানুষের ভিড় লক্ষ্য করা যায়। একাত্তর টেলিভিশনের ক্যামেরাম্যান কোহিনুর ইসলাম বলেন, জাতীয়ভাবে আয়োজন থাকায় ভিড় বেশি। ভিড়ের মধ্যে কখন ফোন চুরি হয়েছে, বুঝতে পারেননি। তিনি জানান, গত বছরও এই উৎসবে কয়েক শ ফোন চুরির ঘটনা ঘটেছিল।

উৎসবে পর্যাপ্ত নিরাপত্তার ব্যবস্থা থাকলেও মুঠোফোন চুরির ঘটনা ঘটছে, জানান কুমারখালী থানার পরিদর্শক আমিরুল ইসলাম। তিনি বলেন, ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে ছয়জনকে আটক করা হয়েছে এবং আইনি কার্যক্রম চলছে।

ফকির লালন শাহর ১৩৫তম তিরোধান দিবস উপলক্ষে ছেঁউড়িয়ায় তিন দিনব্যাপী আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও গ্রামীণ মেলার আয়োজন করেছে সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়। শুক্রবার সন্ধ্যায় আলোচনা সভার মধ্য দিয়ে শুরু হওয়া উৎসব রোববার মধ্যরাতে লালন সংগীত পরিবেশনার মধ্য দিয়ে শেষ হবে।

একটি মন্তব্য করুন

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন