পুলিশ সদস্যকে একা পেয়ে পিটিয়েছে বিক্ষোভকারীরা
![]() |
জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠানের আগে শুক্রবার দুপুরে খামারবাড়ি মোড়ে মোটরসাইকেল থেকে নামিয়ে এক ট্রাফিক পুলিশকে মারধর করেন কয়েকজন বিক্ষোভকারী | ছবি: পদ্মা ট্রিবিউন |
জুলাই জাতীয় সনদে স্বাক্ষর অনুষ্ঠানের সময় রাজধানীতে বিক্ষোভ ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। পুলিশের টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপের মধ্যেই পরিস্থিতি আরও অশান্ত হয়ে ওঠে। এই পরিস্থিতির মধ্যেই শুক্রবার বেলা ৩টার দিকে ‘জুলাই যোদ্ধা ব্যানার’ ধরে বিক্ষোভকারীরা এক ট্রাফিক পুলিশ সদস্যকে পেটায়।
প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, বেলা আড়াইটার দিকে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করলে অনেক বিক্ষোভকারী ছড়িয়ে পড়ে। পরে অনেকে খামারবাড়ি, লালমাটিয়া আড়ং সংলগ্ন এলাকা এবং ধানমন্ডি ২৭ নম্বরের দিকে চলে যান। কিছুক্ষণ পর বিকেল ৩টার দিকে খামারবাড়ি মোড়ে কয়েকজন বিক্ষোভকারী মোটরসাইকেল থেকে নামিয়ে ওই ট্রাফিক পুলিশকে মারধর করে। পুলিশ সদস্য হাত জোড় করে ক্ষমা চেয়ে বলেন, তিনি নিরস্ত্র এবং নির্দোষ।
ঢাকা মহানগর পুলিশের তেজগাঁও বিভাগের উপ-কমিশনার ইবনে মিজান বলেন, 'পরিস্থিতি নিয়ন্ত্রণে টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড ব্যবহার করতে হয়েছে। কিন্তু একা থাকা নিরস্ত্র পুলিশ সদস্যের ওপর হামলা করা একেবারেই গ্রহণযোগ্য নয়।'
একটি মন্তব্য পোস্ট করুন