[tenolentSC] / results=[3] / label=[ছবি] / type=[headermagazine]

দাঁড়িপাল্লার জয় হলে কোরআনের আইন বাস্তবায়নের মাধ্যমে দেশে নীরব বিপ্লব হবে: পরওয়ার

প্রকাশঃ
অ+ অ-
খুলনার পাইকগাছায় ছাত্র–যুব সমাবেশে প্রধান অতিথির বক্তব্য দেন জামায়াতে ইসলামীর নেতা মিয়া গোলাম পরওয়ার। আজ শনিবার সকালে পাইকগাছা সরকারি কলেজ মাঠে | ছবি: পদ্মা ট্রিবিউন 

জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার বলেছেন, মানুষের তৈরি আইন ব্যর্থ হওয়ায় সংসদে আল্লাহর আইন প্রতিষ্ঠা করা প্রয়োজন। আগামী নির্বাচনে জামায়াত জয়ী হলে কোরআনের আইন বাস্তবায়নের মাধ্যমে দেশে নীরব বিপ্লব ঘটবে।

শনিবার সকালে খুলনার পাইকগাছা সরকারি কলেজ মাঠে আয়োজিত ছাত্র–যুব সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। সমাবেশে সভাপতিত্ব করেন পাইকগাছা উপজেলা জামায়াতের আমির মাওলানা সাইদুর রহমান। বিশেষ অতিথি ছিলেন দলের কেন্দ্রীয় কর্মপরিষদের সদস্য ও খুলনা–৬ (কয়রা–পাইকগাছা) আসনের প্রার্থী মাওলানা আবুল কালাম আজাদ।

মিয়া গোলাম পরওয়ার বলেন, অন্তর্বর্তী সরকারের অধীনে মানুষ এবার নিরপেক্ষভাবে ভোট দিতে পারবে। তবে নির্বাচন যত ঘনিয়ে আসছে, প্রশাসন ও সরকারের কিছু উপদেষ্টার মধ্যে অস্থিরতা লক্ষ্য করা যাচ্ছে। কেউ কেউ গোপনে একটি দলের সঙ্গে যোগসাজশ করছে। তবুও জনগণ সচেতন। এবার ৩০০ আসনের সংসদে আল্লাহভীরু, সৎ ও সত্যবাদী নেতাদের নির্বাচিত করতে হবে। জামায়াতের লক্ষ্য একটি মানবিক ও ন্যায়ভিত্তিক বাংলাদেশ গড়া, যেখানে সবাই শান্তি, ন্যায় ও মর্যাদার সঙ্গে জীবন যাপন করবে।

ভোটারদের উদ্দেশে তিনি বলেন, ‘ভোটের সময় ব্যালট পেপারে দাঁড়িপাল্লা প্রতীক দেখে বিসমিল্লাহ বলে ভোট দেবেন। আমরা ক্ষমতায় এলে সামাজিক সুবিচার নিশ্চিত করব। কেউ মতভিন্নতার কারণে নির্যাতিত হবে না। ব্যবসা-বাণিজ্য ও শিল্পের উন্নতির মাধ্যমে অর্থনীতি চাঙা হবে। শিক্ষাব্যবস্থায় সংস্কার, দুর্নীতির বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা ও বৈষম্যমুক্ত সমাজ গঠন—এগুলো আমাদের প্রধান অগ্রাধিকার। স্বাধীনতার ৫৪ বছর পর সত্যিকারের সুশাসন প্রতিষ্ঠার সুযোগ এসেছে।’

বিশেষ অতিথি মাওলানা আবুল কালাম আজাদ বলেন, ‘আমি ঘরে ঘরে, বাজারে, অফিস–আদালতে মানুষের সঙ্গে কথা বলে দেখেছি, তাদের ভালোবাসা জামায়াতে ইসলামীর প্রতি কত গভীর।’

সমাবেশে ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সেক্রেটারি জেনারেল নূরুল ইসলাম (সাদ্দাম), খুলনা জেলা জামায়াতের সেক্রেটারি মুন্সি মিজানুর রহমান, সহকারী সেক্রেটারি মিয়া গোলাম কুদ্দুস, ইসলামী আন্দোলন বাংলাদেশের পাইকগাছা উপজেলা সভাপতি মুফতি আহমদ আলী, খুলনা জেলা ছাত্রশিবিরের সভাপতি আবুজার গিফফারী প্রমুখ বক্তব্য দেন।

একটি মন্তব্য করুন

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন