লক্ষ্মীপুরে খাল থেকে হাত-পা বাঁধা রাজমিস্ত্রির লাশ উদ্ধার
![]() |
| খালে লাশ পাওয়ার খবর স্বজন ও স্থানীয়রা ভিড় করে | ছবি: পদ্মা ট্রিবিউন |
লক্ষ্মীপুর সদর উপজেলার একটি খাল থেকে নিখোঁজ এক রাজমিস্ত্রির লাশ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার রাত ১০টার দিকে দালাল বাজারের পলের হাট সড়কের কোরালিয়া খাল থেকে গামছা দিয়ে পা বাঁধা অবস্থায় লাশটি উদ্ধার করা হয়।
নিহতের নাম ইউছুফ হোসেন (৪৫)। তিনি সদর উপজেলার দক্ষিণ হামছাদী ইউনিয়নের পশ্চিম গোপীনাথপুর গ্রামের আবুল কাশেমের ছেলে। বৃহস্পতিবার রাত ৯টা থেকে তিনি নিখোঁজ ছিলেন।
স্থানীয়রা জানান, শুক্রবার রাত সাড়ে ৯টার দিকে মাছ ধরতে গিয়ে কাইয়ুম হোসেন নামের এক ব্যক্তি খালে লাশটি দেখতে পান। পরে তিনি আশপাশের লোকজনকে খবর দেন। এরপর পুলিশ এসে লাশ উদ্ধার করে।
ইউছুফ হোসেনের ছেলে মো. শাকিল বলেন, ‘বাবার পা গামছা দিয়ে বাঁধা ছিল। এটি পরিকল্পিত হত্যাকাণ্ড। জমি নিয়ে চাচাদের সঙ্গে বিরোধ ছিল। এর বাইরে বাবার কারও সঙ্গে কোনো ঝামেলা ছিল না।’
লক্ষ্মীপুর সদর থানার ওসি আবদুল মোন্নাফ বলেন, 'লাশে আঘাতের চিহ্ন নেই। তবে পা বাঁধা থাকায় ধারণা করা হচ্ছে, এটি হত্যা। বিষয়টি তদন্ত করা হচ্ছে। তদন্ত শেষে বিস্তারিত জানা যাবে।'

একটি মন্তব্য পোস্ট করুন