[tenolentSC] / results=[3] / label=[ছবি] / type=[headermagazine]

মদিনাবাগে অভিযানে গিয়ে ধারালো অস্ত্রের কোপে এসআই গুরুতর জখম

প্রকাশঃ
অ+ অ-

আহত পুলিশ সদস্য মো. রাসেলকে  ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে। বুধবার রাতে | ছবি: পদ্মা ট্রিবিউন  

রাজধানীর মুগদা থানার মদিনাবাগ এলাকায় মাদকবিরোধী অভিযানে গিয়ে এক পুলিশ সদস্য গুরুতর আহত হয়েছেন। আহত পুলিশ সদস্যের নাম মো. রাসেল। তিনি মুগদা থানার সহকারী উপপরিদর্শক (এসআই) পদে কর্মরত।

বুধবার রাত সাড়ে ৮টার দিকে এ ঘটনা ঘটে। 

পুলিশ সুত্রে জানা গেছে, বুধবার রাত সাড়ে ৮টার দিকে মদিনাবাগ ময়লা বস্তিতে অভিযান চলাকালে হঠাৎ একজন মাদক কারবারি পেছন থেকে রাসেলকে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে। কোপটি তাঁর চোখের কাছে লাগে, যার ফলে তিনি গুরুতর জখম হন। হামলার পর সহকর্মীরা তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। 

চিকিৎসকরা জানিয়েছেন, তার শরীরের একাধিক স্থানে চোট রয়েছে এবং কয়েকটি স্থানে সেলাই দিতে হবে।

মুগদা থানার ওসি আরও বলেন, 'ঘটনাস্থল অন্ধকার ছিল। এখন পর্যন্ত হামলাকারী কাউকে আটক করা সম্ভব হয়নি। তবে মাদক ও ছিনতাই চক্রের সদস্যদের গ্রেপ্তারে পুলিশ একাধিক দল নিয়ে অভিযান চালাচ্ছে। এলাকায় নজরদারি বাড়ানো হয়েছে এবং হামলার পেছনের চক্র শনাক্তের চেষ্টা চলছে।'

একটি মন্তব্য করুন

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন