জয়পুরহাটে বীজ আলু বিক্রিতে প্রতারণা, ৭ ব্যবসায়ীকে জরিমানা
![]() |
| জয়পুরহাটের আক্কেলপুরে বীজ আলুর জন্য রাখা মোড়কজাত বস্তা কেটে দেওয়া হয়। সোমবার বিকেলে উপজেলার কলেজ বাজার এলাকায় | ছবি: পদ্মা ট্রিবিউন |
জয়পুরহাটের আক্কেলপুরে সাধারণ আলু বীজ আলু হিসেবে বিক্রির অভিযোগে সাত ব্যবসায়ীকে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। গত সোমবার বিকেলে উপজেলার কলেজ বাজার এলাকায় অভিযান চালিয়ে এ জরিমানা করেন সহকারী কমিশনার (ভূমি) আবিদা খানম। প্রত্যেককে এক হাজার টাকা জরিমানা করা হয়।
দণ্ডপ্রাপ্ত ব্যবসায়ীরা হলেন জহুরুল ইসলাম, ফরমাজুল ইসলাম, বিশ্বনাথ সাহা, কামাল হোসেন, তুহিন হোসেন, বেলাল হোসেন ও রুস্তম হোসেন। ভ্রাম্যমাণ আদালত পরে এসব আলু খাওয়ার আলু হিসেবে বিক্রির নির্দেশ দেন।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, কলেজ বাজারে কিছু অসাধু ব্যবসায়ী দীর্ঘদিন ধরে সাধারণ আলু বস্তাজাত করে বীজ আলু হিসেবে বিক্রি করছিলেন। এতে কৃষকরা প্রতারিত হচ্ছিলেন। এবারের মৌসুমে এমন অভিযোগ পাওয়ার পর উপজেলা কৃষি দপ্তরের সহযোগিতায় বাজারে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। এ সময় উপজেলা কৃষি কর্মকর্তা ইমরান হোসেন ও আক্কেলপুর থানার পুলিশ সদস্যরাও উপস্থিত ছিলেন। সত্যতা পাওয়ায় সাত ব্যবসায়ীকে জরিমানা করা হয় এবং তাদের সতর্ক করা হয়েছে যে, ভবিষ্যতে সাধারণ আলু বীজ আলু হিসেবে বিক্রি করা যাবে না।
সহকারী কমিশনার (ভূমি) আবিদা খানম সাংবাদিকদের বলেন, একই ধরনের অনিয়ম পুনরায় ধরা পড়লে সংশ্লিষ্টদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
এদিকে কলেজ বাজার বণিক সমিতির সভাপতি কাজী শফি উদ্দিন অভিযোগ করেছেন, ভ্রাম্যমাণ আদালত চলাকালে তার গুদামের বস্তা কেটে দেওয়া হয়েছে। তিনি বলেন, ‘আমার গুদামে কোনো খাওয়ার উপযোগী আলু নেই, আছে বীজ আলু। যদি খারাপ বীজ আলু হতো, তাহলে জব্দ করা যেত।’
উপজেলা কৃষি কর্মকর্তা ইমরান হোসেন বলেন, কেউ যাতে খাওয়ার আলু বীজ আলু হিসেবে বিক্রি করতে না পারে, সেজন্য বস্তা কেটে দেওয়া হয়েছে।

একটি মন্তব্য পোস্ট করুন