[tenolentSC] / results=[3] / label=[ছবি] / type=[headermagazine]

দেশকে আগের অবস্থায় ফিরে যেতে দেওয়া হবে না

প্রকাশঃ
অ+ অ-
ইসলামী আন্দোলন বাংলাদেশের জরুরি বৈঠকে বক্তব্য দেন দলটির আমির মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম। ঢাকা, ০৮ অক্টোবর | ছবি: পদ্মা ট্রিবিউন  

ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির ও চরমোনাই পীর মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম বলেছেন, সংস্কার, বিচার ও নির্বাচন—এই ধারাবাহিকতায় সরকারকে কাজ করতে হবে। কোনো অবস্থাতেই দেশকে আগের পরিস্থিতিতে ফেরত যেতে দেওয়া যাবে না।

বুধবার দুপুরে রাজধানীতে ইসলামী আন্দোলনের কেন্দ্রীয় কার্যালয়ে দলের কেন্দ্রীয় কমিটির জরুরি বৈঠক হয়। সেখানে চরমোনাই পীর এ কথা বলেন।

বৈঠকে তিনি বলেন, জুলাই গণ–অভ্যুত্থানের পর দেশে নতুন পরিবেশ ও নতুন বাস্তবতা তৈরি হয়েছে। এখন নির্বাচনের মাঠ সবার জন্য উন্মুক্ত। দেশের মানুষ ইসলামের জন্য ব্যাকুল হয়ে আছে। এমন পরিস্থিতিতে ইসলামী আন্দোলন বাংলাদেশ ৩০০ আসনে বিজয়ের লক্ষ্য নিয়ে লড়বে। সংগঠন সেভাবেই প্রস্তুতি নিচ্ছে।

চরমোনাই পীর জানান, পিআর (সংখ্যানুপাতিক প্রতিনিধিত্ব) পদ্ধতি নিয়ে শেষ দিন পর্যন্ত আন্দোলন চলবে। কারণ, তাঁর ভাষায়, জুলাইয়ের আকাঙ্ক্ষা বাস্তবায়নে পিআর ছাড়া বিকল্প নেই। পাশাপাশি বিকল্প হিসেবে এফটিপিটি পদ্ধতির প্রস্তুতিও চলবে, লক্ষ্য থাকবে ৩০০ আসনেই। তিনি বলেন, জোট নিয়ে আলোচনা চলছে, তা চলমান থাকবে। কোন আসনে কে প্রার্থী হবেন, সে বিষয়ে এখনো সিদ্ধান্ত নেওয়ার সময় আসেনি।

বৈঠকে ইসলামী আন্দোলনের মহাসচিব অধ্যক্ষ হাফেজ মাওলানা ইউনুছ আহমাদ, প্রেসিডিয়াম সদস্য অধ্যক্ষ মাওলানা সৈয়দ মোসাদ্দেক বিল্লাহ আল মাদানী, অধ্যাপক আশরাফ আলী আকন, অধ্যাপক মাহবুবুর রহমান, জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব মাওলানা গাজী আতাউর রহমান, প্রচার ও দাওয়াহবিষয়ক সম্পাদক হাফেজ মাওলানা শেখ ফজলুল করীম মারুফসহ অন্যান্য নেতারা উপস্থিত ছিলেন।

চরমোনাই পীরের হুঁশিয়ারি

একটি মন্তব্য করুন

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন