[tenolentSC] / results=[3] / label=[ছবি] / type=[headermagazine]

মোটরসাইকেল থেকে নামিয়ে যুবককে কুপিয়ে হত্যা

প্রকাশঃ
অ+ অ-

নিহতের লাশ উদ্ধার করে নোয়াখালীর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয় | ছবি: পদ্মা ট্রিবিউন 

নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলায় চলন্ত মোটরসাইকেল থেকে নামিয়ে এক তরুণকে কুপিয়েছে দুর্বৃত্তরা। পরে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়। ঘটনা ঘটে গতকাল শুক্রবার রাতে।

নিহত তরুণের নাম আরমান হোসেন ওরফে বিজয়। তিনি উপজেলার হাজীপুর গ্রামের রবি মেম্বারের বাড়ির শাহীন চৌধুরীর ছেলে। লাশ ময়নাতদন্তের জন্য নোয়াখালী জেনারেল হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

পরিবার জানায়, রাত ১০টার দিকে একলাশপুর ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের কল্যাণ মার্কেটের কাছে আরমানকে কুপিয়ে আহত করা হয়। পরে রাত ১২টার দিকে নোয়াখালীর জেনারেল হাসপাতালে তিনি মারা যান।

নিহত আরমানের মামা ইসমাইল হোসেন বলেন, 'রাতের দিকে আরমান স্থানীয় হাজীপুর ১ নম্বর ওয়ার্ডের নতুন ব্রিজ এলাকা থেকে মোটরসাইকেল চালিয়ে একলাশপুর ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের কল্যাণ মার্কেটে যাচ্ছিলেন। সঙ্গে মো. বাচ্চু ও মো. কিরণ নামের আরও দুজন ছিলেন। পথে ১৫ থেকে ২০ জনের একটি দল তাঁদের মোটরসাইকেল রোধ করে। বাচ্চু ও কিরণ পালিয়ে গেলেও আরমানকে কুপিয়ে গুরুতর জখম করা হয়। পরে স্থানীয়রা তাঁকে হাসপাতালে নিয়ে যান।' 

তিনি আরও বলেন, '১০ থেকে ১৫ দিন আগে নতুন ব্রিজ এলাকায় দুই দলের মধ্যে মারামারি হয়েছিল। সেই ঘটনার জেরেই আরমানের ওপর হামলা করা হয়েছে।'

বেগমগঞ্জ থানার ওসি লিটন দেওয়ান জানান, 'নিহতের পরিবারের অভিযোগের ভিত্তিতে পরবর্তী আইনি ব্যবস্থা নেওয়া হবে। অভিযুক্তদের ধরতে অভিযান চলছে। তিনি বলেন, নিহতের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে।' 

একটি মন্তব্য করুন

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন