[tenolentSC] / results=[3] / label=[ছবি] / type=[headermagazine]

সর্বহারার মুক্তিসংগ্রামে জীবন উৎসর্গ করেছিলেন বদরুদ্দীন উমর

প্রকাশঃ
অ+ অ-
লেখক, গবেষক ও বামপন্থী রাজনীতিক বদরুদ্দীন উমরের স্মরণসভায় এভাবে বদরুদ্দীন উমরের জীবন ও কর্ম নিয়ে স্মৃতিচারণা করেন তাঁর সহযোদ্ধারা। পাবনা। ১৮ অক্টোবর | ছবি: আয়োজকদের সৌজন্যে

বদরুদ্দীন উমর তাঁর পুরো জীবন সর্বহারা শ্রমিক-কৃষকদের মুক্তিসংগ্রামে নিজেকে উৎসর্গ করেছিলেন। কমরেড লেনিনের যোগ্য উত্তরসূরি হিসেবে জনগণকে সংগঠিত করে পার্টি ও সংগঠন গড়ে তুলেছেন। দেশীয় ও বৈশ্বিক রাজনীতির প্রবণতা বিশ্লেষণ করে জনতার মুক্তিসংগ্রামের পথনির্দেশনা দিয়েছেন।

আজ শনিবার পাবনা প্রেসক্লাবে লেখক, গবেষক ও বামপন্থী রাজনীতিক বদরুদ্দীন উমরের স্মরণসভায় তাঁর সহযোদ্ধারা এভাবে উমরের জীবন ও কর্ম স্মরণ করেন।

সভায় জাতীয় মুক্তি কাউন্সিলের সম্পাদক ফয়জুল হাকিম বলেন, বদরুদ্দীন উমরের জীবন ও কর্ম বিশ্লেষণ করতে হলে তাঁর সময় ও ভূমিকাকে বোঝা জরুরি। তিনি সারা জীবন সর্বহারা শ্রেণির মুক্তিসংগ্রামে নিজেকে উৎসর্গ করেছেন।

ফয়জুল হাকিম আরও বলেন, কমরেড লেনিনের যোগ্য অনুসারী হিসেবে উমর শ্রমিক-কৃষক ও জাতিসত্তার জনগণকে সংগঠিত করেছেন, পার্টি ও সংগঠন গড়ে তুলেছেন এবং দেশীয় ও আন্তর্জাতিক রাজনীতির বিশ্লেষণের মাধ্যমে সংগ্রামের পথ দেখিয়েছেন। তাঁর লেখা অসংখ্য গ্রন্থ আজও বিপ্লবী তত্ত্ব নির্মাণে প্রাসঙ্গিক।

জাতীয় মুক্তি কাউন্সিলের দক্ষিণাঞ্চলের সভাপতি সজীব রায় বলেন, বদরুদ্দীন উমর সাহসের সঙ্গে ফ্যাসিবাদ ও সাম্রাজ্যবাদের বিরুদ্ধে লড়েছেন। তিনি গ্রামের মানুষ ও শ্রমিকদের সঙ্গে ঘনিষ্ঠভাবে মিশেছেন।

জাতীয় মুক্তি কাউন্সিলের উত্তরাঞ্চলের সভাপতি আবুল কালাম বলেন, উমর ছিলেন চিন্তাবিদ ও সংগঠক। একই সঙ্গে তিনি রাজনৈতিক ও বুদ্ধিবৃত্তিক কাজ করেছেন। তিনি বিশ্বাস করতেন, জনগণের হাতে ক্ষমতা আসবে গণ–অভ্যুত্থানের মাধ্যমে। উমরের প্রতি প্রকৃত শ্রদ্ধা তখনই জানানো হবে, যখন আমরা সংগঠন গড়ে তুলতে পারব এবং বিপ্লবী গণ–অভ্যুত্থানের দিকে এগিয়ে যেতে পারব।

পাবনার শাহজাদপুর অঞ্চলের সংগঠক রাসেদুল হক রাসু স্মরণসভায় বলেন, ২০২৪ সালের জুলাইয়ে ফ্যাসিস্ট সরকারের পতনের দাবিতে এক দফার আন্দোলনের আহ্বান প্রথম তুলেছিলেন বদরুদ্দীন উমর। তাঁর ভাষায়, আওয়ামী লীগকে আন্দোলনের মাধ্যমে বিদায় করতে হবে। উমর আওয়ামী ফ্যাসিজমের বিরুদ্ধে উচ্চকণ্ঠ ছিলেন।

স্মরণসভায় অন্যান্য বক্তা ছিলেন বাংলাদেশ কৃষক ও গ্রামীণ মজুর ফেডারেশনের পাবনা অঞ্চলের সংগঠক আমজাদ হোসেন, জাতীয় গণফ্রন্টের সমন্বয়ক আবদুস শাকুর, জাতীয় গণতান্ত্রিক ফ্রন্টের পাবনা জেলা যুগ্ম আহ্বায়ক লিটন বিশ্বাস এবং জাতীয় মুক্তি কাউন্সিল পাবনা অঞ্চলের সংগঠক ফারুক আহমেদ। জাতীয় মুক্তি কাউন্সিল উত্তর অঞ্চলের সভাপতি মজিবর রহমান অনুষ্ঠানে সভাপতিত্ব করেন।

একটি মন্তব্য করুন

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন